ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নার্ভ ধরে রাখা গুরুত্বপূর্ণ ছিল: সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
নার্ভ ধরে রাখা গুরুত্বপূর্ণ ছিল: সাকিব

প্রথম দশ ওভারেই সাকিব আল হাসান ব্যবহার করেন ছয় বোলার। সবমিলিয়ে আটজন হাত ঘুরিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে।

সাকিব আল হাসানের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে সফরকারীদের বাংলাদেশ অলআউট করেছে ১১৭ রানে। এরপর ম্যাচও জিতেছে চার উইকেটে।

এর আগে চট্টগ্রামে প্রথম ম্যাচেও জেতে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলেই হারিয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক বলেছেন, স্নায়ু ধরে রাখাটা ছিল গুরুত্বপূর্ণ।  

সাকিব বলেছেন, ‘আমরা ভালো বোলিং করেছি। এই কন্ডিশনে তারা খুব ভালো শুরু পেয়েছিল। কিন্তু আমরা স্নায়ু স্থির রেখেছিলাম। বলব, দলগতভাবে ভালো চেষ্টা করেছে সবাই। এ রকম একটি কঠিন ম‌্যাচে আমাদের প্রত্যেকের স্নায়ু স্থির রাখা গুরুত্বপূর্ণ এবং মিরাজ কিন্তু প্রথম ম‌্যাচটা খেলেনি। এখানে ফিরে এসে রান করাটা গুরুত্বপূর্ণ। শান্তর সঙ্গে তার ১৫ রানের ইনিংসটিও গুরুত্বপূর্ণ ছিল। অন‌্য প্রান্তে শান্তর ইনিংসটিও দারুণ ছিল। ’

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমএইচবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।