ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেকেই হাফ সেঞ্চুরি করায় হৃদয় তৃতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
অভিষেকেই হাফ সেঞ্চুরি করায় হৃদয় তৃতীয়

সিলেট থেকে : ইংল্যান্ড সিরিজের পরদিনই শেখ জামালের হয়ে মাঠে নেমেছিলেন তাওহীদ হৃদয়। ওই ম্যাচে হাফ সেঞ্চুরি করে হয়েছিলেন ম্যাচের সেরা খেলোয়াড়ও।

ফর্মে থাকা হৃদয়ের অভিষেক হয়েছে ওয়ানডেতেও।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়েই কাজে লাগাচ্ছেন তিনি। পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ৮১ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে আসেন হৃদয়। এরপর থেকে সাকিবের সঙ্গে জুটি বেধে দলকে টানছেন হৃদয়।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেকে ৫ নম্বরে নেমে ফিফটি করা প্রথম ব্যাটার হৃদয়। ওয়ানডেতে অভিষেকে হাফ সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার তিনি।  নাসির হোসেন ও ফরহাদ রেজার আগে এমন কীর্তি ছিল। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ওয়ানডে অভিষেকে হাফ সেঞ্চুরি করেন হৃদয়। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম এই রেকর্ড করেন ফরহাদ রেজা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান করেছে বাংলাদেশ। সাকিব ৮৪ বলে ৯০ ও হৃদয় ৫৬ বলে ৫০ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময় :১৬৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।