ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মুশফিক ভালো, কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কথা বলতে চাই না’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
‘মুশফিক ভালো, কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কথা বলতে চাই না’

সিলেট থেকে: আগের দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে ম্যাচ। মঙ্গলবার বাংলাদেশ দল আছে বিশ্রামে।

আয়ারল্যান্ডের হয়ে অবশ্য অনুশীলনে এসেছিলেন দ্বিতীয় ওয়ানডের একাদশে না থাকা দুই ক্রিকেটার। তাদের সঙ্গে এসেছিলেন কোচরাও।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন আইরিশদের সহকারী কোচ গ্যারি উইলসন। বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রশ্নে তিনি বলেছিলেন, ‘ভালো করেছে, কিন্তু আমি বাংলাদেশের কোচ না। ’ 

পরে আবারও মুশফিকুর রহিমকে নিয়ে করা প্রশ্নে একই সুরে বলেছেন গ্যারি। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে চাই না। আমি আয়ারল্যান্ডের কোচ। মুশফিক খুব ভালো ক্রিকেটার। বাংলাদেশের অনেক ভালো ক্রিকেটারই আছে। কিন্তু আমরা নজর দিচ্ছি কীভাবে নিজেদের উন্নতি করতে পারি। বাংলাদেশের বিপক্ষে ভালো করতে পারি। কিন্তু মুশফিক অনেক ভালো ক্রিকেটার। ’

সিরিজ শুরুর আগে আইরিশদের কণ্ঠে ছিল বাংলাদেশের স্পিন নিয়ে ভয়। কিন্তু যে ম্যাচে বল করার সুযোগ মিলেছে, স্বাগতিক পেসাররাই নিয়েছেন ছয় উইকেট। তাসকিন আহমেদ-এবাদত হোসেনদের সামলাতে বেশ বেগ পেতে হয়েছে। এমন কিছু কি প্রত্যাশায় ছিল?

গ্যারি বলেছেন, ‘আমরা জানতাম তাসকিন গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। সে ক্লাস অ্যাক্ট। মোস্তাফিজেরও দারুণ রেকর্ড আছে। আমরা জানতাম, শুধু স্পিনারদেরই সামলাতে হবে না। এটা আমাদের জন্য চমক না যে পেসাররাও একটা ফ্যাক্টর হবে। ’

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এমএইচবি/এমইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।