চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবার আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। আগে এখানেই শুরু হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে জয়রথ।
এবার সাকিবের ওই অর্থ হাতে পেয়েছেন জহুর আহমেদের মাঠকর্মীরা। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ তাদেরকে টাকা দেওয়া হয়। মোট ২৬ জন মাঠকর্মীকে সাড়ে সাত হাজার টাকা করে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা তুলে দেন জহুর আহমেদ স্টেডিয়ামের সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবু।
এর আগে ইংল্যান্ড সিরিজের ১৭ দিন পরও টাকা না পাওয়ার কথা জানান মাঠকর্মীরা। এ নিয়ে বাংলানিউজে প্রতিবেদন ছাপা হয়।
সাধারণত সিরিজ চলাকালীনই চেক দেওয়া হয়। কিন্তু সিরিজ শেষের ১৭ দিন পেরিয়ে গেলেও এখনও টাকা পাননি বলে জানান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের কয়েকজন। অবশেষে সেই অর্থ পেলেন তারা।
আয়ারল্যান্ডের বিপক্ষে এবার তিনটি টি-টোয়েন্টি ম্যাচই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই স্বাগতিকদের সংগ্রহ দুইশ ছাড়িয়ে যায়, দলও পায় সহজ জয়। শেষ ম্যাচে অবশ্য কেবল ১২৪ রানে অলআউট হয় সাকিব আল হাসানের দল, ৩৬ বল আগে ম্যাচ হারে ৭ উইকেটের ব্যবধানে।
বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমএইচবি/এএইচএস