শেষ হলো সব জল্পনা-কল্পনা। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আয়ারল্যান্ড সিরিজের ঠিক আগে চোটে পড়েন জাকির হোসেন। প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেও খেলতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো এই উদ্বোধনী ব্যাটার নেই টেস্টেও।
তার বদলে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। সর্বশেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন জয়। সাদমান জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন ২০২২ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এছাড়া চোটের কারণে সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট দলে না থাকা তামিম ইকবালও ফিরেছেন এবার। তামিম ছাড়াও স্কোয়াডে সুযোগ মিলেছে এবাদত হোসেন ও শরিফুল হকের। বাদ পড়েছেন ইয়াসির আলী, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা ও নুরুল হাসান সোহান। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ৪ এপ্রিল থেকে।
বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশ সময় : ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
এমএইচবি/এএইচএস