ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তারকাদের ছাড়া খেলার মতো পরিস্থিতি নেই বাংলাদেশের!

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
তারকাদের ছাড়া খেলার মতো পরিস্থিতি নেই বাংলাদেশের!

৪ এপ্রিল থেকে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে সাকিব আল হাসান ও লিটন দাসের খেলা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা।

আইপিএলে খেলতে আইরিশদের বিপক্ষে টেস্ট থেকে ছুটি চেয়েছিলেন তারা! 

যদিও শেষ অবধি সেটি পাননি । রোববার সাকিব ও লিটনকে রেখেই টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। সব ঠিক থাকলে ম্যাচে নেতৃত্ব দেবেন সাকিবই। বোর্ডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলছেন, বড় তারকাদের ছাড়া খেলার মতো পরিস্থিতিতে এখনও নেই দেশের ক্রিকেট।

রাজ্জাক বলছিলেন, ‘ওরা খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সাকিব তো অধিনায়কই। আর লিটন এই মুহূর্তে আমাদের মূল খেলোয়াড়দের একজন। ওরা যদি দলের মধ্যে থাকে, খুব স্বাভাবিকভাবেই দলের আবহ বদলে যায় এবং কিছুটা ভালো হওয়ারই কথা। তা-ই হচ্ছে। ’

‘আমি তো চাই, আমার ব্যক্তিগত দিক থেকে বলছি একদম সেরা দলটাই খেলুক। যেহেতু এটা একটা টেস্ট ম্যাচ। টেস্টে আসলে আমার মনে হয় না, কোনো দলের বিপক্ষে কোনো সুযোগ নেওয়া উচিত। কারণ টেস্ট ম্যাচ জিতে রাখাই ভালো। আর আমরা এখনও ওরকম পরিস্থিতি যাইনি যে, ৪-৫ জন ক্রিকেটার না থাকলেও কোনো সমস্যা হবে না। আমার মনে হয়, ওই পর্যায়ে যেতে আমাদের এখনও সময় লাগবে। ’

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সিরিজ হেরেছে আয়ারল্যান্ড। অবশ্য শেষ টি-টোয়েন্টিতে জিতেছে তারাই। আব্দুর রাজ্জাক বলছেন, টেস্ট ক্রিকেট বরাবরই আলাদা। আইরিশদের হালকা করেও নিতে চান না তিনি।

রাজ্জাক বলছিলেন, ‘টেস্ট ম্যাচ একটা ভিন্ন জিনিস। আমরা একদম প্রথম দিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট খেলতে গেলে কিন্তু ওদের মূল দলটাই খেলত। ভারত কিন্তু টেস্ট খেলতে মূল দলটাই আসে। এটা হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে টেস্ট জিতে রাখা একটা ভিন্ন বিষয়। এটা থেকে কেউ আসলে নিজেদের বঞ্চিত করতে চায় না। ’

‘অনেক সময় এমন হয় যে, খুব বেশি পার্থক্য থাকে। আয়ারল্যান্ডের প্রচুর ক্রিকেটার আছে যারা কাউন্টি খেলে। তাদেরকে সেভাবে দেখার কোনো কারণ নেই। এখানে আমাদের সঙ্গে ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজ দেখে যদি মনে হয় যে ওরা খুব ভালো একটা দল নয়। এটা কিন্তু ভুল হবে। ওরা যা খেলছে এর চেয়ে অনেক ভালো দল। হয়তো কোনো কারণে শুরুতে মানিয়ে নিতে পারেনি। কিন্তু ওদের যা পারফরম্যান্স দেখা গেছে এর চেয়ে অনেক অনেক ভালো দল। ওদের মনে হয় প্রায় ৯০ শতাংশ ক্রিকেটারই কাউন্টি ক্রিকেট খেলে। আমরা যারা ক্রিকেটের সঙ্গে জড়িত, তাদের সবারই কিন্তু কাউন্টির মান সম্পর্কে ধারণা আছে। ওরা সেখানে পারফর্মও করে। ’

বাংলাদেশ সময় : ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।