ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আইরিশদের প্রতি ‘টুপি খোলা’ সম্মান টাইগার বোলিং কোচের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
আইরিশদের প্রতি ‘টুপি খোলা’ সম্মান টাইগার বোলিং কোচের অ্যালান ডোনাল্ড

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ২৭ রানে চার উইকেট হারিয়ে খেলতে নেমেছিল আয়ারল্যান্ড। এরপর তারা করেছে অবিশ্বাস্য কিছুই।

সারাদিনে হারিয়েছে কেবল ৪ উইকেট, করেছে ২৫৯ রান। ইনিংস পরাজয়ের শঙ্কায় থাকা দলটি এখন দেখছে জয়ের স্বপ্নও। মাঝে সেঞ্চুরি করেছেন লরকান টাকার, হাফ সেঞ্চুরি পেয়েছেন হ্যারি টেক্টর ও অ্যান্ডি ম্যাকব্রাইন।  

তাদের এই লড়াই মন কেড়েছে সবার। বাদ যাননি বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও। দিনশেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। ডোনাল্ড জানালেন, ধৈর্যের ফল পেয়েছে আইরিশরা। টাকার যেমন ব্যাটিং করেছেন, সেটা ডোনাল্ডের মতে ভিন গ্রহের কিছু।  

তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় জিনিস যেটা হয়েছে আজ- আয়ারল্যান্ড যে স্থিতিশিলতা দেখিয়েছে, আমরা জানতাম আজকে মাঠে এসে কাজটা সহজ হবে না। আয়ারল্যান্ড যা করতে পারে, এর প্রতি আমরা কোনো অসম্মান দেখাইনি। আমার মনে হয় টেক্টর ও শুরুর দিকে তার সঙ্গী মুর খুব ভালো খেলেছে। টাকার আউট অব দিস ওয়ার্ল্ড (ভিন গ্রহের কেউ হিসেবে) ব্যাটিং করেছে। আমি সত্যিই মনে করি এটা ছিল দুর্দান্ত ইনিংস। ’ 

‘যেভাবে সে তার ফিড ব্যবহার করেছে আমাদের স্পিনারদের বিপক্ষে, পেসারদের বিপক্ষে সঠিক চ্যানেলে এসেছে, এটা দারুণ। সে প্রতি আক্রমণ করেছে আর অন্য প্রান্তেও খুব ভালো সঙ্গী ছিল তার। এটা খুব খুব ভালো জুটি ছিল তাদের। আর সেঞ্চুরিটা দুর্দান্ত। ’

আয়ারল্যান্ডের জন্য মুষড়ে পড়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু তারা ধৈর্য ধরে থেকেছে উইকেটে। প্রথম ইনিংসে কেবল ৬৬ রান করেছিল তারা, কিন্তু আউট হন একজন। এরপর ধীরে ধীরে বেড়েছে রানের গতি। তাদের এমন খেলার প্রতি টুপি খোলা সম্মান জানিয়েছেন ডোনাল্ড।

তিনি বলেছেন, ‘তারা আসলে সহনশীলতা, ধৈর্য ও সাহস দেখিয়েছে। একদম সত্যিকারের সাহস। এতদিন পর টেস্ট খেলতে নেমে তারা যে সাহস দেখিয়েছে, তাদের জন্য হ্যাটস অফ। আমার মনে হয় তারা সত্যিই গর্বিত হতে পারে। আমি এখানে বসে একটা দলকে নিয়েই শুধু বলতে পারি না। তারা আজ যা কিছু করেছে তার জন্য হ্যাটস অফ (টুপি খোলা সম্মান) । আমার মনে হয় তারা খুব ভালো ছিল। অনেক বেশি লড়াই দেখিয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।