ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট জিততে বাংলাদেশের দরকার ১৩৮ রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
টেস্ট জিততে বাংলাদেশের দরকার ১৩৮ রান

বড় স্বপ্ন নিয়ে খেলতে নেমেছিল আয়ারল্যান্ড। কিন্তু তাদের বড় সম্বল ছিলেন ম্যাকব্রাইন।

আগের দিনের অপরাজিত ব্যাটার পাড় করেছিলেন হাফ সেঞ্চুরি। শুরুতে কয়েক ওভার স্পিনারদের খেললেও এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর আইরিশদের অলআউট হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা।  

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের সামনে ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়েছিল তারা, দ্বিতীয় ইনিংসে করেছে ২৯২ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে ৩৬৯ রান করে।  

৮ উইকেট হারিয়ে ২৮৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে আয়ারল্যান্ড। বোলিংয়ের শুরুটা তাইজুল আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে দিয়ে করান সাকিব আল হাসান। তাদের দুই ওভার করে করিয়ে নিয়ে আসেন পেসার এবাদত হোসেনকে।  

দ্বিতীয় বলেই তিনি এনে দেন সাফল্যও। দ্বিতীয় বলেই তিনি ভাঙেন গলার কাটা হয়ে থাকা ম্যাকব্রাইনের উইকেট। ১৫৬ বল খেলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রান করে আউট হন তিনি। এরপর আইরিশদের জন্য অলআউট হওয়া ছিল সময়ের ব্যাপার কেবল।  

তাদের শেষ উইকেটটিও নেন এবাদত হোসেন। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আরেক অপরাজিত ব্যাটার গ্রাহাম হিউম। ২ চারে ৫৫ বলে ১৪ রান করে সাজঘরে ফেরত যান তিনি। তৃতীয় দিনে এসে কেবল ৬ রান যোগ করে আইরিশরা।  

বাংলাদেশ সময় : ১০৪২ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০২৩
এমএইচবি

বিস্তারিত আসছে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।