ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের সঙ্গে কথা বলতে বিশেষ কারণ লাগবে কেন : মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
সাকিবের সঙ্গে কথা বলতে বিশেষ কারণ লাগবে কেন : মাশরাফি ছবি: সংগৃহীত

হলুদ স্কুটি নিয়ে এসেছিলেন মাশরাফি বিন মর্তুজা। সেটিতে বসেন সাকিব আল হাসান।

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুজনের হাস্যোজ্জ্বল ছবি ছড়িয়ে পড়ে মুহূর্তেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়িয়েছে সাকিব-মাশরাফির হাসিমুখের ফ্রেমবন্দী ছবি।

ছবিটি নিয়ে কৌতূহল তৈরির কারণও আছে। এটি তোলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবনের সামনে। দুজনের এ ছবির কি কোনো বিশেষ কারণ আছে? এমন প্রশ্ন করা হয়েছিল মাশরাফিকে। প্রশ্নটি শুনে কিছুটা বিরক্তই হয়েছেন দেশের অন্যতম সেরা অধিনায়ক।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে কথা বললে বিশেষ কারণ থাকবে কেন? সাকিবের সঙ্গে কি আমরা কথা বলতে পারি না? তাহলে বিশেষ কারণ লাগবে কেন ওর সঙ্গে কথা বলতে। সাকিব তো আমার সতীর্থ ছিল। ১৩-১৪ বছর একসঙ্গে খেলেছি। ওর সঙ্গে কথা বলতে তো কোনো কারণ লাগে না। ’

বয়সটা প্রায় ৪০ এর কোটায়। এখনও যেন ধার কমছে না মাশরাফির। এবারের ডিপিএলেও দারুণ করছেন তিনি। ৯ ইনিংসে ১৬ উইকেট নিয়েছেন এই পেসার। এসব কেমন উপভোগ করেছেন?

জবাবে মাশরাফি বলেন, ‘ক্রিকেট উপভোগ না করার কোনো কিছু নেই। ছোটবেলা থেকে এই একটা জিনিস নিয়েই পড়ে আছি। উপভোগ করি বলেই খেলি, জাতীয় দলে খেলতে হবে এটা জরুরি না। এই যে আমরা খেলছি ডিপিএল, জাতীয় দলের অনেকে খেলছে; এটা একটা আলাদা মজা। আপনি যতই বলেন বিপিএল আসছে, ডিপিএল উপভোগ করি। কিন্তু ডিপিএলের মতো উপভোগ করি না কিছু। ’

বাংলাদেশ সময় : ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।