ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারিস রউফের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে পাকিস্তানের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
হারিস রউফের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে পাকিস্তানের দাপুটে জয়

ম্যাট হেনরির হ্যাটট্রিক সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি। ফখর জামান ও সাইম আইয়ুবের ঝোড়ো ৭৯ রানের জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহই পায় পাকিস্তান।

এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন স্বাগতিক বোলাররা। বিশেষ করে হারিস রউফ ছিলেন আগুনে ফর্মে। ডানহাতি এই পেসারের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে ৮৮ রানের দাপুটে জয়ে সিরিজ শুরু করল পাকিস্তান।

লাহোরে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। মোহাম্মদ রিজওয়ান ও শততম ম্যাচ খেলতে নামা বাবর আজমকে ফিরিয়ে বিপর্যয়ের আভাস দেন অ্যাডাম মিলনে। তবে তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন ফখর ও সাইম। দুজনের ব্যাট থেকেই আসে ৪৭ রান।

এরপর হেনরির তোপে রানের গতি কিছুটা কমে যায় স্বাগতিকদের। ১৩ তম ওভারের শেষ দুই বলে শাদাব খান ও ইফতিখার আহমেদ তুলে নেওয়ার পর ১৯ তম ওভারের প্রথম বলে শাহিন আফ্রিদিকে শিকার করে হ্যাটট্রিকের স্বাদ পান হেনরি। ২০ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতেই ১৮২ রানে অলআউট হয় পাকিস্তান।

জবাবে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ভেতরই হারিয়ে ফেলে তিন উইকেট। এরপর ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান ও জিমি নিশামই কেবল দুই অঙ্কের দেখা পান। সর্বোচ্চ ৩৪ রান আসে চাপম্যানের ব্যাট থেকে। লোয়ার অর্ডার তেমন কোনো প্রতিরোধ গড়তে না পারায় ৯৪ রানেই গুটিয়ে যায় কিউইরা। ১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন হারিস রউফ। দুটি উইকেট পান ইমাদ ওয়াসিম।

এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় আবারও মুখোমুখি হবে দুই দল।   

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩

এএইচএস

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।