ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচে এসে সৌম্যর সেঞ্চুরি, জিতল মোহামেডান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
শেষ ম্যাচে এসে সৌম্যর সেঞ্চুরি, জিতল মোহামেডান

সাব্বির রহমান পেলেন রানের দেখা, হাফ সেঞ্চুরি করলেন ইরফান শুক্কুরও। তাতে লিজেন্ডস অব রুপগঞ্জ পেয়েছিল বেশ বড় সংগ্রহ।

জবাব দিতে নেমে সৌম্য সরকার শুরুটা করেন দারুণ। দীর্ঘদিন ফর্মের বাইরে থাকার পর অবশেষে পেলেন রানের দেখা। সেটাকে রূপ দেন সেঞ্চুরিতে। তাতে জিতেছে তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাবও।  

শনিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে মোহামেডান। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের সংগ্রহ পায় রূপগঞ্জ। জবাব দিতে নেমে ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মোহামেডান।  

টস হেরে ব্যাট করতে নামা রূপগঞ্জের হয়ে ৯ চার ও ১ ছক্কায় ৯০ বলে সর্বোচ্চ ৮২ রান করেন সাব্বির। ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ৫ চার ও ৩ ছক্কায় ৭৩ বলে অপরাজিত ৭৮ রান। মোহামেডানের পক্ষে ১০ ওভারে ৬৬ রান দিয়ে তিন উইকেট নেন আবু জায়েদ রাহী।  

জবাবে মোহামেডানের দুই উদ্বোধনী ব্যাটারই দারুণ খেলেছেন। তাদের উদ্বোধনী জুটি ছিল ১৮১ রানের। ৭ চার ও ৪ ছক্কায় ১১২ বলে ১০২ রান করে মাশরাফি বিন মর্তুজার বলে আউট হন সৌম্য। তার সঙ্গী রুবেল মিয়া ৭ চার ও ২ ছক্কায় ৯০ বলে ৮৭ রান করেন। মোহামেডানকে জয়ের বন্দরে পৌঁছাতে দারুণ এক ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রান করেন তিনি।

এদিকে দিনের আরেক ম্যাচে ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭৩ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ৯ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে কেবল ১৭৯ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ।  

বাংলাদেশ সময় : ১৮৩২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।