ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নির্বাচকদের নজরেই আছেন বিজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
নির্বাচকদের নজরেই আছেন বিজয়

ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ দুই মৌসুমে রানের ফোয়ারা ছুটিয়েছেন এনামুল হক বিজয়। তা সত্ত্বেও নিয়মিত হতে পারছেন না জাতীয় দলে।

সবশেষ ওয়ানডে খেলেছেন গত ডিসেম্বরে ভারত সিরিজে। এরপর প্রিমিয়ার লিগে ৫৯.৫৭ গড়ে করেন ৮৩৪ রান। কিন্তু এই পারফরম্যান্সেও জাতীয় দলের দরজা খুলতে পারেননি তিনি।

তবে বিজয় নির্বাচকদের নজরেই আছেন বলে জানান আব্দুর রাজ্জাক। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল প্রসঙ্গে কথা বলতে আজ সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ব্যাখ্যা দেন বিজয়কে দলে না রাখার।

রাজ্জাক বলেন, ‘বিজয় (এনামুল হক) ভালো খেলেছে। টিম কম্বিনেশনে হচ্ছে না। কোনো দ্বিধা নেই সে ভালো খেলছে, খুব ভালো ফর্মে আছে। সামনে প্রচুর খেলা আছে। বিজয় হিসাবের বাইরে চলে যায়নি। বিজয় হিসাবের মধ্যেই আছে। ‘ 

আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি দলে ছিলেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। কিন্তু কোনো ম্যাচ না খেলেই ঝরে পড়তে হলো তাকে।  

রাজ্জাক বলেন, ‘দল নিয়ে আহামরি কিছু বলার নেই। জাকের আলিকে সিস্টেমের মধ্যে রাখার জন্য এনেছিলাম। ওই সময় খেলার সুযোগ কম ছিল। আমরা জাকেরকে চিন্তা করছি সাদা বলেও ভালো করবে, এ মুহূর্তে ভালো ফর্মে আছে। বেশ কিছু দিন ধরে ভালো খেলছে। চেষ্টা করছি সাদা বলের দলেও ওকে অন্তর্ভুক্ত করার। ’ 

তবে যারা বাদ পড়েছে তাদের জন্য সুযোগ শেষ হয়ে যায়নি বলে জানান বিসিবির এই নির্বাচক। তিনি বলেন, ‘যেসব খেলোয়াড় ভালো খেলছে, ফর্মে আছে ওদের রাখার চেষ্টা আমরা করব। যেকোনো সময় কাজে আসতে পারে। এবার যেমন টেস্টের আগে তামিম হুট করে চোটে পড়ল। আমরা তৈরি না থাকলে কঠিন ব্যাপার হতো। ’ 

‘৩-৪ বছর আগে বেশ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ব্যাকআপ ওরকম প্রস্তুত থাকত না। যত বেশি ব্যাকআপ রাখা যাবে তত ভালো। নতুন যে আসবে সে যেন তৈরি থাকে। এখন দলে যারা আছে, যে যেই সংস্করণে ক্যাপেবল তাকে সেই সংস্করণে সুযোগ দেওয়া হবে। যখন যেমন টিম কম্বিনেশন দরকার সেরকম দলই করা হয়। কাউকে বাদ দিয়ে দেওয়া হয়নি। ‘ 

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।