ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের সেঞ্চুরি, জাকিরের ফিফটিতে বাংলাদেশের তিনশ ছাড়ানো সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
জয়ের সেঞ্চুরি, জাকিরের ফিফটিতে বাংলাদেশের তিনশ ছাড়ানো সংগ্রহ

দুই উদ্বোধনী ব্যাটার গড়তে পারেননি বড় জুটি। দুজনই ফেরেন অল্পতে।

এরপর জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় হাল ধরেন দলের। জাকির হাফ সেঞ্চুরি তুলে ফিরলেও জয় পৌঁছেছেন তিন অঙ্কে। শেষদিকে ঝড়ো ইনিংস খেলেন মাহেদী হাসান, বাংলাদেশ পায় তিনশ ছাড়ানো সংগ্রহ।

মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে ইমার্জিং এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দল। শুরুতে ব্যাট করতে নেমে আফগানদের সামনে ৩০৯ রানের লক্ষ্য দিয়েছে সাইফ হাসানের দল।  

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে ২৩ রান নেয় বাংলাদেশ। চতুর্থ ওভারে এসে অবশ্য হারিয়ে ফেলে উইকেট। দুই চারে ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। এক ওভার পর ফেরেন তার সঙ্গী নাঈম শেখও।

জাতীয় দলে ব্যর্থ হওয়ার পর ‘এ’ দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। ৪ চারে ১৯ বলে ১৮ রান করে মোহাম্মদ সেলিমের বলে আউট হন। একই ওভারে আফগান বোলার আউট করেন সাইফ হাসানকে। ৩ বলে ৪ রান করে এলবিডব্লিউ হন টাইগার অধিনায়ক।  

এরপরই বড় জুটি গড়েন জয় ও জাকির। তাদের ১১৮ রানের জুটি ভাঙেন ইজাহারুল হক নাভিদ। ৬ চার ও ২ ছক্কায় ৭২ বলে ৬২ রান করে ক্যাচ আউট হন জাকির। তিনি না পারলেও তিন অঙ্ক ছুয়েছেন জয়।

২ চার ও ১২ চারে ১১৪ বলে ঠিক ১০০ রান করেই আউট হন তিনি। মোহাম্মদ সেলিমের বলে জয় ক্যাচ দেন রিয়াজ হাসানের হাতে। এর বাইরে বাংলাদেশের হয়ে রান করেন সৌম্য সরকার। ৩ চার ও সমান ছক্কার ইনিংসে ৪২ বলে ৪৮ রান করে ক্যাচ আউট হন তিনি। শেষদিকে নেমে ৬ চার ও ১ ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩৬ রান করেন মাহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।