ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

উদ্বোধনী ম্যাচে দর্শক-খরা, ফাঁকা গ্যালারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
উদ্বোধনী ম্যাচে দর্শক-খরা, ফাঁকা গ্যালারি

টস হয়ে গেল, বলও মাঠে গড়ালো। কিন্তু গ্যালারিতে নেই সেই চিরচেনা দৃশ্য।

তাও আসরের উদ্বোধনী ম্যাচে।  

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ  দিয়ে পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের। কিন্তু গ্যালারির চিত্র দেখে তা বোঝার উপায় নেই। এক লক্ষেরও বেশি আসনবিশিষ্ট স্টেডিয়ামের বেশিরভাগ অংশই ফাঁকা পড়ে আছে। যেন দর্শকের হাহাকার।

অথচ এই ম্যাচকে ঘিরে ৩০ থেকে ৪০ হাজার নারীকে ফ্রি টিকিট দেওয়া হয়েছিল। শুধু তা-ই নয়, বিনামূল্যে চা ও খাবারের কুপনও দেওয়ার কথা রয়েছে তাদের। কিন্তু এখন পর্যন্ত স্টেডিয়ামটি আংশিক পূর্ণও হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২২ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান করেছে ইংল্যান্ড।

এদিকে গ্যালারি ফাঁকা থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছে আয়োজক বোর্ড বিসিসিআই। শাকিল খান খটক নামে এক ক্রিকেটভক্ত টুইটারে লেখেন, 'বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফাঁকা চেয়ার দেখে হতাশ। দুপুরের খাবার ও চায়ের কুপনসহ বিনামূল্যে টিকিট বিতরণ করা সত্ত্বেও বিসিসিআই স্টেডিয়াম পূর্ণ করতে পারেনি। ' ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট লিখেছেন, 'দর্শক কোথায়?'

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।