শিরোপা ধরে রাখতেই এবার ভারত এসেছে ইংল্যান্ড। বিশ্বকাপের শুরুতেই তাদের প্রতিপক্ষ গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের সব ব্যাটারই দুই অঙ্ক ছুঁয়েছেন। কেউই এক অঙ্কের রান করে সাজঘরে ফেরেননি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যা এবারই প্রথম।
ইনিংসের সূচনা করতে জনি বেয়ারস্টো ৩৩ ও দাভিদ মালান থামেন ১৪ রানে। তিনে নামা জো রুটের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৭ রান। এরপর হ্যারি ব্রুক ২৫, মঈন আলী ১১, জস বাটলার ৪৩, লিয়াম লিভিংস্টোন ২০, স্যাম কারান ১৪, ক্রিস ওকস ১১, আদিল রশিদ ১৫* ও মার্ক উড করেন অপরাজিত ১৩ রান। ১১ জন ব্যাটারের মধ্যেই কেউই ১০ এর নিচে রান করে আউট হননি। তাই বিশ্বকাপের শুরুতেই দেখা গেল বিরল এক রেকর্ড। যা এর আগে বাকি ৪ হাজার ৬৫৭ ওয়ানডে ম্যাচে ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এএইচএস
RECORD:
— Bharath Seervi (@SeerviBharath) October 5, 2023
All 11 England batters scored in double-digits today.
First such instance in the history of ODIs of 4658 matches. #EngvNZ #icccricketworldcup2023 pic.twitter.com/pcVicER1KJ