ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ-সেরা হয়ে সাকিবকে কৃতিত্ব দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
ম্যাচ-সেরা হয়ে সাকিবকে কৃতিত্ব দিলেন মিরাজ

ব্যাটিং হোক বা বোলিং- সাম্প্রতিক সময়ে সব জায়গাতেই নিজের ছাপ রাখছেন মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে ব্যাটিংয়ে তার  উন্নতি লক্ষণীয়।

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। এবার বিশ্বকাপেও একই প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠলেন এই অলরাউন্ডার।

ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। যেখানে অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচ সেরা হয়েছেন মিরাজ। বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে কার্যকরী ৫৭ রানের ইনিংস  খেলেন। তাই অনুমিতভাবেই ম্যাচসেরার পুরস্কার পান মিরাজ। যার কৃতিত্ব তিনি দেন অধিনায়ক সাকিব আল হাসানকে।  

মিরাজ বলেন, 'অসাধারণ এক মুহূর্ত আমার জন্য। অতীতে প্রচুর পরিশ্রম করেছি আমি। টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে হবে কারণ তার আমার ওপর আস্থা রেখেছিল। বোলিংয়ের সময় আমি কিছুটা দ্বিধায় ছিলাম। অধিনায়ক আমাকে বলেছে কেবল সঠিক জায়গায় বল করে যেতে। তিনি আমাকে বলেছেন ধারাবাহিক থাকতে এবং নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে। তাই কৃতিত্ব দিতে হবে তাকে। ' 

'রানের খোঁজে না থেকে আমি বল বাই বল এগিয়েছি। উইকেটে কিছুটা স্পিন ছিল। আমি কেবল সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছি। আমি সবসময়ই আটে ব্যাট করেছি, তাই টপ অর্ডারে ব্যাট করাটা আমার জন্য অসাধারণ এক মুহূর্ত। গত কয়েক ম্যাচে তারা চেষ্টা করেছে টপ অর্ডারে খেলানো তাই এটা আমার জন্য এক অসাধারণ মুহূর্ত। '

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।