সকালের কন্ডিশনের সুযোগ নিয়েই দ্রুতই ব্রেকথ্রু এনে দেবেন পেসাররা- এমন প্রত্যাশা থাকে সাধারণত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আজ তেমনটা করতে পারেননি বাংলাদেশের পেসাররা।
ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের শুরু করেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানরা। সাকিব ও মেহেদী হাসান মিরাজ দুজনেই শিকার করেন তিন উইকেট। এছাড়া শরিফুল ইসলাম দুটি, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ঝুলিতে পুড়েন একটি উইকেট।
ম্যাচ শেষে তাই বোলারদের প্রশংসায় মত্ত সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে এ ম্যাচটা আমরা খেলেছি, আমি খুব খুশি। আমাদের বিশ্বাস ছিল, উইকেট নিতে পারলে ঘুরে দাঁড়াতে পারব। কয়েকজন খেলোয়াড়ের জন্য এটা সহজ ছিল না। কিন্তু যেভাবে আমরা ব্যাটিং ও বোলিং করেছি, আমি খুশি। ’
‘এখানে আমরা অনুশীলন করে যাচ্ছি। জিততে চাইলে (কঠিন আউটফিল্ডের) সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের তিন-চারজন ফাস্ট বোলার আছে। তারা যেকোনো ম্যাচেই পার্থক্য গড়ে দিতে পারে। এটা লম্বা একটা টুর্নামেন্ট। আমি আশা করছি, তারা পরের ম্যাচগুলোয় আরও ভালো বোলিং করবে। ’
বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৫৭ রান করেছেন মিরাজ। তাকে নিয়ে সাকিব বলেন, ‘মেহেদী (মিরাজ) ভালো খেলছে। ড্রেসিংরুমে আরেকজন আছে শান্ত। তারা সব সময়ই দলের জন্য ভালো খেলতে উন্মুখ থাকে। ’
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এএইচএস