আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে হাজার-হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেসব মানুষের পাশে দাঁড়িয়েছেন রশিদ খান।
গত শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজারে পৌঁছে গেছে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া ভূমিকম্পে শত শত মানুষ আহত হয়েছেন। পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
দেশের মানুষের এমন খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, 'আফগানিস্তানের পশ্চিম প্রদেশে (হেরা, ফারাগ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শিগগিরই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো। '
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে। দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি।
বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এআর/এএইচএস