অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও খেলছেন না শুভমান গিল। দলের সঙ্গে দিল্লিতে না যেয়ে বরং চেন্নাইতেই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন এই ওপেনার।
চলতি বছর ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন গিল। তাই বিশ্বকাপে প্রত্যাশার পারদ উঁচুই ছিল তাকে নিয়ে। কিন্তু বাধ সাধল ডেঙ্গু। জ্বর থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। যে কারণে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের প্রথম ম্যাচে।
এক বিবৃতিতে বিসিসিআই জানায়, 'ভারতীয় দলের ব্যাটার ৯ অক্টোবর দিল্লির উদ্দেশে দলের সঙ্গে ভ্রমণ করবেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ না খেলা এই ওপেনার আফগানিস্তান ম্যাচও মিস করতে যাচ্ছেন। তিনি চেন্নাইতে মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন। '
গিল না থাকলেও বিশ্বকাপের শুরুটা জয়ে দিয়ে করেছে ভারত। চেন্নাইয়ে গতকাল অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় তারা। আগামী ১১ অক্টোবর দিল্লিতে পরের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এএইচএস