কেবল বিশ্বকাপ খেলার জন্য সাত বছর পর ভারত সফর করছে পাকিস্তান ক্রিকেট দল৷ বিশ্বকাপের শুরু থেকেই হায়দরাবাদে রয়েছে তারা। প্রায় দুই সপ্তাহ কাটানোর পর এবার শহরটিকে বিদায় জানানোর পালা তাদের।
তবে বিদায় নেওয়ার আগে স্মৃতি জমা করে গেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠকর্মীদেএ জার্সি উপহার দিয়েছেন তিনি।
এই মাঠে দুটি প্রস্তুতি ম্যাচে হারলেও মূল ম্যাচগুলোতে ঠিকই জয়ের দেখা পেয়েছে পাকিস্তানে। নেদারল্যান্ডসকে হারিয়ে আসর শুরু করার পর আজ শ্রীলঙ্কাকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। ৩৪৫ রান তাড়া করে ভেঙেছে ১২ বছরের পুরনো রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আর একটিও নেই।
জয়ের পর রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠকর্মীদের ধন্যবাদ জানাতে আসে পাকিস্তান দল। তখনই স্মারক হিসেবে জার্সি তুলে দেন বাবর।
এদিকে, পরবর্তী ম্যাচে আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এএইচএস/এমএম