বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ভারতের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছেও হারতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
তবে তা ছাপিয়ে আলোচনায় মার্কাস স্টইনিসের আউট। তা নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চাইবে অস্ট্রেলিয়া। লক্ষ্ণৌতে গতকাল ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭০ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলে তারা। দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে মাঠ ছাড়েন মার্কাস স্টইনিস। কাগিসো রাবাদার বলে কট বিহাইন্ড হয়েছেন তিনি।
বল স্টইনিসের ডানহাতের গ্লাভসে লেগেছিল বটে। কিন্তু রিপ্লেতে দেখা যায় সেই হাতের সঙ্গে ব্যাটের কোনো সংযোগ ছিল না! তারপরও টিভি আম্পায়ার রিচার্ড কেটেলবোরো আউট ঘোষণা করেন। তিনি বলেছেন, ‘ওই হাতটা (ডান) তো অন্য হাতের সংস্পর্শে ছিল আর সেটা (বাঁ হাত) দিয়ে ব্যাটটা ধরে রেখেছিলেন। ’
সেই অসন্তোষ প্রকাশ করে অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘এমন পরিস্থিতিতে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে হয়। আমি নিশ্চিত আউটের ব্যাপারে আইসিসির কাছ থেকে ব্যাখ্যা দেওয়া হবে। ’
স্টইনিস যখন আউট হন তখন নন-স্ট্রাইকপ্রান্তে ছিলেন মার্নাস লাবুশেন। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনিও কোচের সুরে কথা বললেন, ‘তারা (আম্পায়ার) যেটা দেখার দেখেছে। তবে দেখে মনে হয়েছে বল গ্লাভস ছোঁয়ার সময় ব্যাটে তার হাতটা ছিল না। ক্যামেরা কিন্তু সাইডের অ্যাঙ্গেল থেকে ধরা হয়নি। মার্কাস (স্টইনিস) ও আমি জানতে চেয়েছিলাম ওই অ্যাঙ্গেল থেকে পরীক্ষা করা হয়েছে কি না। ’
’তারা “স্পাইকটা”(বল গ্লাভসে লাগার দাগ) দেখেছে সামনে থেকে। কিন্তু পাশ থেকে জুম করে দেখা হয়নি। তবে দুটি গ্লাভসের মধ্যে দিনের আলোর মতো পরিষ্কার ব্যবধান ছিল। আমি তৃতীয় আম্পায়ারের কক্ষে গিয়েছিলাম আর সেখানে স্ক্রিনও অনেক বড় ছিল। ’
লাবুশেন এরপর বলেছেন, ‘ব্যাপারটা আসলেই বিভ্রান্তিকর এবং আমি নিশ্চিত এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হবে কিংবা আমরা ব্যাখ্যা চাইব। এটা তো বিশ্বকাপ, এমন টুর্নামেন্টে আমরা চাই না ছোটখাটো সিদ্ধান্তগুলোর জন্য ম্যাচের ফল পাল্টে যাবে, যেটা (সিদ্ধান্ত) এড়ানো যেত। ’
’এটাও ঠিক, আমরা তখন যে পরিস্থিতিতে ছিলাম তাতে সিদ্ধান্তটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, তা বলা কঠিন। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা সিদ্ধান্তগুলো ঠিক করতে চাই। ’
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এএইচএস
What do you think guys?? Out or Not Out??..??
— Shawstopper (@shawstopper_100) October 12, 2023
Feat. Stoinis pic.twitter.com/FTauRsYHGS