ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দল নির্বাচনের সময় প্রস্তুত ছিলেন না তামিম, বললেন হাথুরু

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
দল নির্বাচনের সময় প্রস্তুত ছিলেন না তামিম, বললেন হাথুরু

সংবাদ সম্মেলনে হুট করেই চলে এলো তামিম ইকবাল প্রসঙ্গ। প্রায় এক দশক আগে আইপিএলে তিনি ডাক পেয়েছিলেন পুনে ওয়ারিয়র্সে।

ওই শহরে এবার বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে তামিম নেতৃত্ব দিতে পারতেন এই ম্যাচে। কিন্তু সবকিছু উল্টেপাল্টে যায় শেষ মুহূর্তে এসে। এশিয়া কাপের আগে নেতৃত্ব ছাড়েন তামিম।  

পরে ইনজুরির ‘অজুহাতে’ তামিমের জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। এ নিয়ে নাটকীয়তাও হয়েছে বেশ। এমনিতে ভারতের বিপক্ষে রেকর্ডটাও মন্দ না তামিমের। ১৯ ম্যাচে ৭ হাফ সেঞ্চুরিতে ৫৯৬ রান তার। এ ম্যাচের আগে তামিমের প্রসঙ্গটা আনলেন স্থানীয় এক সাংবাদিক, তামিমকে কি বিশ্বকাপে মিস করছেন?

জবাবে বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘সে (তামিম) এখানে নেই। এ কারণে আমি বলতে পারছি না তাকে মিস করছি নাকি করছি না। দুর্ভাগ্যজনকভাবে সে প্রস্তুত ছিল না যখন আমরা দল নির্বাচন করি। ’

‘অবশ্যই খেলোয়াড় হিসেবে তার রেকর্ড খুব ভালো। তবে একই কথা বলবো এই মুহূর্তে আমি বলতে পারছি না তাকে মিস করছি নাকি করছি না। আমাদের সঙ্গে যারা আছে তাদের প্রতি আমাদের আস্থা আছে এবং বিশ্বাস করি তারা ভালো করবে। ’

বছরখানেক আগেও দলকে দেখে মনে হচ্ছিল ছন্দে আছে বেশ। বিশ্বকাপ নিয়েও বড় স্বপ্নের কথা বেশ জোরেসোরে শোনা যাচ্ছিল। এখন বিশ্বকাপের তিন ম্যাচের পর দলকে দেখে মনে হচ্ছে অনেকটাই ছন্নছাড়া। ব্যাটিং অর্ডার নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এসব নিয়েও জানতে চাওয়া হয়েছিল হাথুরুসিংহের কাছে।

তিনি বলেন, ‘আমার মনে হয় না আমরা সেটল নই। আমরা শুধু পারফর্ম করতে পারছি না। অবশ্যই খেলোয়াড়েরা নিজেরাও আরও ভালো করতে চাইছে। আমি আগে যেমনটা বলেছি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে পারছি না। ’

‘কিছু পারফরম্যান্স হয়েছে, ম্যাচ জিতেছি কিন্তু পুরোপুরি ব্যাটিং ইউনিট দিয়ে পারফর্ম করতে পারিনি। আশা করছি এই ব্যাটিংবান্ধব পিচে ভালো কিছু হবে, কমপ্লিট ব্যাটিং পারফরম্যান্স দেখতে পাবো আগামীকাল। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।