ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সাকিব

বাংলাদেশের হয়ে টস করতে আসবেন কে? সাকিব আল হাসান নাকি নাজমুল হোসেন শান্ত? এমন একটা অনিশ্চয়তা চলছিল বেশ কদিন ধরে। কারণ সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাওয়া সাকিবের ইনজুরি।

অনেক জলঘোলার পর, অবশেষে আজ সকালে সিদ্ধান্ত হয় ঊরুর চোট থেকে এখনো ফিট হয়ে উঠেননি তিনি। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন শান্ত।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। একাদশে পরিবর্তন এসেছে দুটি। সাকিবের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। অফ ফর্মে থাকা তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে অন্যদিকে অপরিবর্তি একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: 
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।