ঘরের মাঠে সিরিজ মানেই ভেন্যু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বিশেষ করে মিরপুরেই ম্যাচ হয় বেশি।
পুনেতে ভারতের কাছে ৭ উইকেটে হেরে আসরে টানা তৃতীয় হার স্বীকার করতে হলো টাইগারদের। উদ্বোধনী জুটিতে দারুণ শুরুর পরও ৫০ ওভার শেষে কেবল ২৫৭ রানের লক্ষ্য দাঁড় করায়। জবাব দিতে নেমে বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ৫১ বল হাতে রেখেই জয় পায়। এমন হারের পর তাই আবারও কাঠগড়ায় উঠলো দলের ব্যাটিং।
রানের এমন অধারাবাহিকতা এড়াতে দেশের মাটিতে ভালো উইকেটে খেলা দরকার বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে আজ নেতৃত্ব দেওয়া বাঁহাতি এই ব্যাটার ম্যাচশেষে বলেন, 'আমার মনে হয় আমাদের ভালো উইকেটে খেলা উচিত। ভালো উইকেটে অনুশীলন করা উচিত। এরকম স্পোর্টিং উইকেটে, যে অভ্যাসটা আমাদের তুলনামূলক কম। এখানে আসলে স্কিলের থেকে মানসিক দিকটাই গুরুত্বপূর্ণ। ওই দায়িত্বটা নেওয়া উচিত, কারণ এ ধরনের বোলারদের সামলানোর স্কিল সবারই আছে। তাই এই জায়গায় যদি আমরা একটু নজর দেই, তাহলে সামনে এই ভুল আর হবে না। '
ব্যাটারদের নিয়ে শান্ত আরও বলেন, 'আমাদের দলে কোনো ব্যাটারই ৫০ কিংবা ১০০তে খুশি না, যদি না সেটা দলের কাজে আসে। প্রত্যেকটা ব্যাটারই তা জানে ও তারা এটা নিয়ে কথা বলে। আমি নিশ্চিত তানজিদ তামিম ও লিটনও তাদের ইনিংস নিয়ে খুশি না। কারণ বড় বড় দলের ব্যাটাররা এই ফিফটি-সেঞ্চুরিকে ১২০ বা ১৩০-এ পরিণত করে। সবাই এটা নিয়ে চিন্তিত এবং সবাই এটা নিয়ে কাজও করে। '
বাংলাদেশ সময়ঃ ২৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এএইচএস