ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঝড়ো শুরুর পর রোহিতের বিদায়, ফিফটি হাঁকিয়ে লড়ছেন গিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
ঝড়ো শুরুর পর রোহিতের বিদায়, ফিফটি হাঁকিয়ে লড়ছেন গিল

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত সেমিফাইনালে এসেও উড়ছে। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে ভালো শুরু পায় তারা।

তবে ফিফটির আগেই বিদায় নিতে হয় রোহিতকে। যদিও লড়ে যাচ্ছেন গিল, হাঁকিয়েছেন ফিফটিও।

উড়ন্ত শুরুর পর রোহিত যখন ফিফটির তিন রান দূরে, ঠিক তখনই বিদায় নিতে হয়। অষ্টম ওভারের দ্বিতীয় বলে টিম সাউথির স্লোয়ার উড়িয়ে মারেন ভারতীয় অধিনায়ক। মিড অফে দারুণ এক ক্যাচ নিয়ে তাকে বিদায় করেন কেন উইলিয়ামসন। ২৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে নেন বিদায়। তবে আরেক প্রান্তে লড়ে যান গিল। ৪১ বলে তিনি ফিফটি পূর্ণ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১১৪ রান।  

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সবশেষ ম্যাচের একাদশ নিয়েই আজ সেমিফাইনাল খেলতে মাঠে নামছে ভারত। কিউই একাদশেও আসেনি কোন পরিবর্তন। আগের একাদশেই ভরসা রেখেছে দলটি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।