২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেছে ভারত। এবার তাদের সামনে শিরোপার জন্য ফাইনাল লড়াই।
লিগ পর্ব ও সেমিফাইনালে সব প্রতিপক্ষকে রীতিমতো উডিয়ে দিয়েছে ভারত। একমাত্র দল হিসেবে এবারের আসরে কোনো ম্যাচ হারেনি রোহিত শর্মার দল। আগামী ১৯ নভেম্বর অস্ট্রেলিয়াকে হারালেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার স্বাদ পাবে তারা। এবার ভারতের এমন অদম্য পারফরম্যান্স দেখে তাদের থামানো কঠিন বলে মন্তব্য করলেন গাঙ্গুলী। ভারতীয় সংবাদমাধ্যমে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধান বলেন, 'ভারতকে বিধ্বংসী দেখাচ্ছে। আহমেদাবাদের (ফাইনালের ভেন্যু)জন্য দলের প্রতি শুভকামনা রইলো। শিরোপা থেকে মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে আছে তারা। '
তবে সৌরভ এটাও মানছেন যে, পাঁচবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াও শিরোপার অন্যতম দাবিদার। প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও পরের আট ম্যাচ জিতে ফাইনালে উঠেছে অজিরা। ফলে ভারতের জন্য ফাইনাল জেতা মোটেই সহজ হবে না বলে মত গাঙ্গুলীর, 'বিশ্বকাপ শিরোপা এবং ভারতের মাঝে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া। ভারত যেভাবে খেলছে তাতে তাদের থামানো কঠিন। তবে ম্যাচটা দারুণ হবে, কারণ অস্ট্রেলিয়াও বেশ ভালো দল। '
অন্যদিকে মাইকেল বেভানও মনে করেন, ভারতকে হারানোর সামর্থ্য আছে অস্ট্রেলিয়ার। তবে ফাইনালে রোহিত-কোহলিদের ফেভারিট মানছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই'-কে বেভান বলেন, 'ভারত পরিষ্কার ফেভারিট, তবে শিরোপা জেতার সামর্থ্য আছে অস্ট্রেলিয়ারও। দলটিতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা যেকোনো সময় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। তবে আমার মতে, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আরও উন্নতি করা দরকার। '
এ নিয়ে অষ্টমবারের মতো ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া। আগের সাতবারের মধ্যে পাঁচবারই শিরোপা গেছে তাদের ঘরে। অন্যদিকে ভারতের ঝুলিতে আছে দুইটি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। তবে এই ফরম্যাটে তাদের শেষ শিরোপাটি এসেছে এক যুগ আগে। দুই দলের সামনেই তালিকায় আরও একটি শিরোপা যোগ করার সুযোগ অপেক্ষা করছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এমএইচএম