ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের পরের আসরে খেলবেন না স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
আইপিএলের পরের আসরে খেলবেন না স্টোকস

হাঁটুর ইনজুরি তাকে ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। ওয়ানডেতে অবসর থেকে ফেরার কারণে অস্ত্রোপচার করার সময় পাননি।

বিশ্বকাপ শেষ হওয়ায় এবার ছুরি-কাঁচির নিচে যাচ্ছেন তিনি। আগামী জানুয়ারিতে ভারত সফরের আগেই ফিট হওয়ার আশা তার। কিন্তু তবুও আইপিএলের পরের আসর থেকে নিজেকে সরিয়ে নিলেন বেন স্টোকস। এমনটাই জানিয়েছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ার্কলোড ও ফিটনেসের দিকে মনোযোগ দেবেন স্টোকস। তাই আইপিএল থেকে বিরত রাখছেন নিজেকে। গত বছর ১৬ কোটি ২৬ লাখ রুপি দিয়ে দলে ভিড়িয়েছিল চেন্নাই। যদিও গুঞ্জন উঠেছিল, স্টোকসকে এবার তাকে নিলামে ছেড়ে দিতে পারে তারা। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে স্টোকসের সিদ্ধান্তের পাশেই দাঁড়ালো ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে চেন্নাই লেখে, ‘ইংল্যান্ড টেস্ট অধিনায়ক, অলরাউন্ডার বেন স্টোকস তার ওয়ার্কলোড ও ফিটনেসের দিকে নজর দিতে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ৩২ বছর বয়সী স্টোকস ২০২৩ সালের সফল আইপিএলের আগে সুপার কিংসের অংশ হন। ’

‘তিনি সম্প্রতি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন, যেটির জন্য অবসর থেকে ফিরে আসেন। আইপিএলের আগে ইংল্যান্ড ৫ টেস্টের সিরিজ খেলবে, এরপর ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এর আগে বেনের ওয়ার্কলোডের ব্যবস্থাপনার দিকে নজর দেওয়ার সিদ্ধান্তকে চেন্নাই সুপার কিংস সমর্থন করে। ’


বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এএইচএস
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।