ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘এটা ডাহা মিথ্যা’, নাসুমের চড় কাণ্ড প্রসঙ্গে বিসিবি সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
‘এটা ডাহা মিথ্যা’, নাসুমের চড় কাণ্ড প্রসঙ্গে বিসিবি সভাপতি

বিশ্বকাপে জাতীয় দলের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। বড় আশা নিয়ে খেলতে গিয়ে ৯ ম্যাচে স্রেফ দুটিতে জেতে বাংলাদেশ।

বিশ্বকাপের পারফরম্যান্সের কাটাছেড়ার সঙ্গে আলোচনায় আসে আরও নানা বিষয়। এর মধ্যে একটি বেসরকারি টেলিভেশনের খবরে বলা হয়, টুর্নামেন্ট চলাকালীন স্পিনার নাসুম আহমেদকে চড় মেরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  

এ নিয়ে অনেকটা ধারাবাহিকভাবেই সংবাদ প্রচার করা হয়। এর মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কলকাতায় হেড কোচকে গিয়ে শাসিয়েছেন, এমন দাবিও করা হয়। তবে সেসবকে ডাহা মিথ্যা বলে দাবি করেছেন বিসিবি সভাপতি। শনিবার মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।  

বিসিবি সভাপতি বলেন, ‘আমি জানি না (নাসুমকে চড় মারার ঘটনা)। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিটি একটা টিভিতে প্রচার করার আগে। এখানে প্রথম একটা জিনিসই আমি বলেছি উনাদের যারাই আমার সঙ্গে কথা বলে, এখানটায় বলা হয়েছে আমি জানি। ’

‘আমাকে বলা হয়েছে। আমি গিয়ে আবার কোচকে খুব শাসিয়েছি। এরকম কিছু। আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা আমি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন। ’ 

এ ধরনের ঘটনায় ভুল তথ্য ছড়িয়ে পড়ে কি না এমন প্রশ্ন করা হয় বিসিবি সভাপতির কাছে। তিনি তখন বলেন, ‘আমি এটা তো বলতে পারবো না। এ প্রশ্ন আমাকে করাটা কঠিন। ’

বাংলাদেশ সময় :
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।