ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোহিত-কোহলিকে টি-২০ বিশ্বকাপে চান হরভজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
রোহিত-কোহলিকে টি-২০ বিশ্বকাপে চান হরভজন

আগামী বছর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দলের জার্সিতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা যাবে কিনা তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে রয়েছে।

নানান কথা বার্তাই শোনাযাচ্ছে এই দুই ক্রিকেটারের টি টোয়েন্টি ভবিষ্যত্ নিয়ে।  ভারতের সাবেক ক্রিকেটারদের একাংশ এই দুই ক্রিকেটারকে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাইছে। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুজন ক্রিকেটারকেই দেখতে চান সাবেক ক্রিকেটার হরভজন সিং। তাদের এখনও প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন তিনি।

এই দুই ক্রিকেটারকে অনেক আগে থেকেই ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের দলে দেখা যাচ্ছে না। অনেকের মতে, দলটির সংক্ষিপ্ত ফরম্যাটের বিবেচনায় নেই রোহিত-কোহলি। সে কারণে দ্রুতই দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করার জন্য বসতে যাচ্ছেন অধিনায়ক রোহিত।

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিশ্বকাপের আগেই নাকি রোহিত নিজে থেকে জানিয়ে দিয়েছেন টি-টোয়েন্টিতে যাতে তাকে আর বিবেচনা না করা হয়। আর এতে ভারতীয় এই অধিনায়কের কোনো সমস্যা নেই। ভারতীয় নির্বাচকরাও টি-২০’তে তরুণদের সুযোগ দিতে আগ্রহী।

এই প্রসঙ্গে হরভজন সিং জানিয়েছেন, “আমার মনে হয় রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দুজনেরই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে থাকা উচিত্। আমার মনে হয় তখনই একটা ভাল কম্বিনেশন সম্ভব যখন দলে তরুণ ক্রিকেটারদের সঙ্গে সিনিয়র ক্রিকেটাররাও থাকবেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে এখনও অনেক কিছু রয়েছে। সেজন্যই তাদের দলে থাকা উচিত্”।

ঘরের মাঠে এবারের ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই। এই তারকা ক্রিকেটারই বিশব্কাপের মঞ্চে ভারতের হয়ে সর্বোচ্চ রান পেয়েছিলেন। বিশ্বকাপের পরই অবশ্য এই দুই তারকা ক্রিকেটারকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচক কমিটি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ ও ওয়ানডে সিরিজে তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত তারা পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। কয়েকদিন আগেই ষষ্ঠ বিবার বার্ষিকী পালন করেছেন বিরাট কোহলি। মেয়ের জন্মদিন উদযাপন করেছেন রোহিত  শর্মা।

সচিন টেন্ডুলকারের সেঞ্চুরীর রেকর্ড ভেঙেছিলেন বিরাট কোহলি। ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরী করেছিলেন তিনি। এছাড়া বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মাও ছিলেনব বিধ্বংসী মেজাজে। তার হাত থেকেই এসেছিল একের পর এক সেরা ইনিংস।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘন্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।