ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১২ বছর বয়সেই পেশাদার ক্রিকেটে অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
১২ বছর বয়সেই পেশাদার ক্রিকেটে অভিষেক

২৭ বছর পর রঞ্জি ট্রফির ম্যাচ হচ্ছে বিহারের মঈন উল হক স্টেডিয়ামে। গতকাল শুরু হওয়া বিহার বনাম মুম্বাইয়ের ম্যাচটি দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে ঢল নামে সমর্থকদের।

সেই ম্যাচেই ঘটে গেল এক ইতিহাস। মাত্র ১২ বছর ২৮৪ দিনে পেশাদার ক্রিকেটে অভিষেক হলো বৈভব সূর্যবংশীর। ১৯৮৬ সালের পর সে সর্বকনিষ্ঠ প্রথম শ্রেণির ক্রিকেটার। গত নভেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেও খেলেছে বাঁহাতি এই ওপেনার।   

রেকর্ডটি অবশ্য ভারতীয় ক্রিকেটারের দখলেই আছে। ১৯৪২ সালে মাত্র ১২ বছর ৭৩ দিনে রাজপুতানার হয়ে রঞ্জি ট্রফি খেলেন আলিমউদ্দিন। তার আগে-পরে মিলিয়ে ১৩ বছর পূর্ণ হওয়ার আগে অভিষেক হয়েছে ৮ ক্রিকেটারের।

সূর্যবংশীর অভিষেক ম্যাচটিও অবশ্য ঘটনাবহুল। এই ম্যাচের জন্য দুটি একাদশ বানিয়ে বিতর্ক সৃষ্টি করে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন।  মূলত এই জটিলতা তৈরি হয় সভাপতি রাকেশ তিওয়ারি এবং সচিব অমিত কুমারের মধ্যকার দ্বন্দ্বের কারণে।

সভাপতি এবং সচিব দু’জনেরই দাবি তাদের বেছে নেওয়া দলকেই খেলতে দিতে হবে। রাকেশ বলেন, 'আমরা ক্রিকেটারদের যোগ্যতা অনুযায়ী দল বেছে নিয়েছি। বিহারের সমস্ত সেরা প্রতিভাকে এই দলে নেওয়া হয়েছে। আমাদের দলে সাকিব হোসেইন রয়েছে। আইপিএলে সুযোগ পেয়েছে সে। ১২ বছরের একটা ছেলে অভিষেক করল রঞ্জিতে। দুর্দান্ত প্রতিভা ছেলেটার। অন্য যে দলটি খেলতে এসেছিল, সেটি বেছে নিয়েছেন নিলম্বিত সচিব। তাই সেই দল কখনওই আসল হতে পারে না। '

সভাপতির বিরুদ্ধে জবাব দিয়েছেন সচিব অমিতও। তিনি বলেন, 'প্রথমত, আমি নির্বাচন জিতে এসেছি। আমিই বিহার ক্রিকেট সংস্থার নির্বাচিত সচিব। এক জন সচিবকে এই ভাবে নিলম্বিত করা যায় না। দ্বিতীয়ত, সভাপতি কী করে দল বেছে নিতে পারে? কখনও শুনেছেন বোর্ড সভাপতি রজার বিনি দল ঘোষণা করছেন? সব সময় সচিব জয় শাহই সই করেন নির্বাচিত দলের নামের তালিকায়। '

বিহার ক্রিকেট সংস্থার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, 'বিহার ক্রিকেট সংস্থার সভাপতির উপর হামলা করা হয়েছিল। তার প্রাণহানির আশঙ্কা ছিল। ভুয়া দল নিয়ে যারা এসেছিল তারাই আক্রমণ করেছিল। তাদের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। '

এই দ্বন্দ্বের জেরে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হয় খেলা। আজ দ্বিতীয় দিন শেষে ১৬২ রান পিছিয়ে আছে বিহার। মুম্বাইয়ের করা ২৫১ রানের জবাবে ৬ উইকেটে ৮৯ রানে দিন শেষ করে তারা। অভিষেক হওয়া বৈভবের ব্যাট থেকে আসে ১৯ রান।

স্বপ্ন পূরণ হওয়ায় বাঁহাতি এই ওপেনারের বাবা সঞ্জীব বলেন, 'আমার কাছে জীবনের যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল। মুম্বাইয়ের ক্রিকেটকে নিয়ে স্বপ্ন দেখা আর এত বছর পর মুম্বইয়ের বিপক্ষেই আমার ছেলে অভিষেক ঘটাল। '

গত নভেম্বর বাংলাদেশ, ইংল্যান্ডসহ নিজেদের দুটি অনূর্ধ্ব-১৯ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে ভারত। যেখানে অনূর্ধ্ব-১৯ বি দলের হয়ে খেলে ৬ ম্যাচে ১৭৭ রান করে বৈভব। সর্বোচ্চ ৭৫ রান করে বাংলাদেশের বিপক্ষে। তার ইনিংস দেখে প্রশংসা করেন বাংলাদেশ যুব দলের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর।

সঞ্জীব বলেন, 'ওয়াসিম স্যার বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে ছিলেন। বৈভবের শট নির্বাচন তাকে মুগ্ধ করেছিল। এমনকি ভিভিএস লক্ষ্মণও বলে দেন, বড় মঞ্চে খেলার জন্য বৈভব তৈরি। তবে সামনের কয়েক বছরে ও আর কতটা উন্নতি করতে পারে, সেদিকে লক্ষ্য থাকবে বলেই জানান লক্ষ্মণ। এই মুল্যায়ন আমাদের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। '

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।