ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কনকাশন বদলি নেমে ‘বাজিমাত’ ক্রুসপুলের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
কনকাশন বদলি নেমে ‘বাজিমাত’ ক্রুসপুলের

আল আমিনের বলটা আঘাত করল দানুশকা গুনাথিলাকার মুখের দিকের হেলমেটে। সেই আঘাতে মাটিতে পড়ে যান শ্রীলঙ্কান ব্যাটার।

উঠে দাঁড়িয়ে ফিজিওর শরণাপন্ন হতে হয় তাকে। এসময় তার ঠোঁট কেটে রক্ত ঝরতে দেখা যায়। শেষ পর্যন্ত ব্যাটিং না করেই মাঠ ছেড়ে যান তিনি। এরপর কনকাশন বদলি হিসেবে নামেন লাসিথ ক্রুসপুল।  

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ঢাকার ইনিংসের দ্বিতীয় ওভারে ঘটনাটি ঘটে। চট্টগ্রামের বিপক্ষে আজ আর মাঠে নামা হচ্ছে না গুনাথিলাকার। তার জায়গায় কনকাশন বদলি হিসেবে ব্যাটিং করেছেন স্বদেশি লাসিথ ক্রুসপুল। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে ইরফান শুক্কুরকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন ক্রুসপুল। ৩১ বলে খেলেন দলীয় সর্বোচ্চ ৪৬ রানের দারুণ এক ইনিংস। ৩ চার ও ২ ছক্কায় সাজানো এই ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে ঢাকা।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।