ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় নেমে বাবর বললেন, ‘রংপুর রাইডার্সকে সমর্থন করুন’

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
ঢাকায় নেমে বাবর বললেন, ‘রংপুর রাইডার্সকে সমর্থন করুন’

ক্রাইস্টচার্চে বাবর আজমের ব্যস্ততা ছিল জাতীয় দলে। ২১ জানুয়ারি রাতে শেষ হয় ওই ম্যাচ।

এরপর উড়াল দেন বাংলাদেশের উদ্দেশে। সোমবার রাতে পৌঁছে পরদিনই রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে নেমেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।  

এর আগেও ২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল খেলতে এসেছিলেন বাবর। সেবার পাঁচ ম্যাচের চার ইনিংস খেলে তার রান ছিল ৫ বলে ২, ৩২ বলে ৪১, ৩৭ বলে ৫৪ ও ১৯ বলে ২০ রান। এবার তার প্রত্যাশা কী? 

উত্তরে ব্রডকাস্টার টি-স্পোর্টসকে বাবর বলেন, ‘দীর্ঘ বিমানযাত্রা শেষে এসেছি। এখানে আসার জন্য দুটি ফ্লাইট ধরতে হয়েছে। বিশ্রাম নিয়ে নিজেকে এই ম্যাচের জন্য প্রস্তুত করেছি। যখনই খেলতে নামি, প্রত্যাশা সবসময়ই উঁচুতে থাকে। নিজের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবো। ’

ভক্তদের উদ্দেশে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমি শুধু বলব, রংপুর রাইডার্সকে সমর্থন করুন এবং স্টেডিয়ামে এসে দলের খেলা দেখুন, সমর্থন করুন। ’

বাংলাদেশের উইকেট স্বাভাবিকভাবেই স্পিনারদের সাহায্য করে। এবারের বিপিএলেও তার ব্যতিক্রম হবে না। বাংলাদেশে খেলার অভিজ্ঞতাও কম নয় বাবরের। নানা সময়ে জাতীয় দলের হয়ে খেলতে এসেছেন তিনি। বাংলাদেশের উইকেট নিয়ে তার ভাবনা কী?

বাবর বলেন, ‘আমার মনে হয়, এখানে বড় চ্যালেঞ্জটা হলো স্পিন। এখানে স্পিন সহায়ক উইকেট থাকে এবং সবাই খুব ভালো মানের স্পিনার। এটি আমার দ্বিতীয় বিপিএল। প্রথমবার ভিন্ন দলে খেলেছি। খুবই রোমাঞ্চিত আমি। ’

‘এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি। সত্যি বলতে আমিও এই পিচের আচরণ সম্পর্কে বলতে পারবো না। প্রতিবার এটি ভিন্ন আচরণ করে। এখন মনে হচ্ছে তুলনামূলক ভালো উইকেট। কিছুটা ময়েশ্চার আছে। প্রথম কয়েক ওভার গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।