আসরের একমাত্র অপ্রতিরোধ্য দল খুলনা টাইগার্স। চার ম্যাচের চারটিতেই জিতে শীর্ষে আছে তারা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। তৃতীয় ওভারে বিজয়কে ফিরিয়ে ১৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আকিফ জাভেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। বিশেষ করে স্পিনারদের কাছে দিশেহারা হয়ে পড়েছিল তাদের ব্যাটাররা। তাইজুল ইসলাম মাত্র ৭ রান দিয়ে শিকার করেন দুই উইকেট। সমান উইকেট নেন ২৪ রান দেওয়া শোয়েব মালিকও।
৮৮ রানে ৭ উইকেট হারানো খুলনার জন্য একশ পেরোনোই মুশকিল হয়ে যাচ্ছিল। কিন্তু তখনই দলের হাল ধরেন ফাহিম-নাওয়াজ। অষ্টম উইকেটে ইনিংসের শেষ চার ওভার খেলে ৬৭ রানের জুটি যোগ করেন তারা। শেষ বলে রান আউট হওয়ার আগে ১৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩২ রান তোলেন ফাহিম। আরেকপ্রান্তে ২৩ বলে ৪ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন নাওয়াজ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান এসেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
এএইচএস