ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাবরের পর সোহানের ব্যাটে চড়ে রংপুরের ১৬২

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
বাবরের পর সোহানের ব্যাটে চড়ে রংপুরের ১৬২

একপ্রান্ত আগলে রেখে বাবর আজম টিকলেন ১২.১ ওভার পর্যন্ত। তবে এতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি।

সিলেটের মাঠে উল্টো ঝড় তুললেন নুরুল হাসান সোহান। অধিনায়কের বিধ্বংসী ইনিংসে চড়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স।

টস জিতে বোলিংয়ে নেমে দলীয় ৭ রানেই উদ্বোধনী জুটি ভাঙে সিলেট। এক রান করা ব্রেন্ডন কিংকে বোল্ড করেন সামিত প্যাটেল। শুরুর ধাক্কা কাটিয়ে অবশ্য ফজলে রাব্বিকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন বাবর। তাতে অবশ্য তারই অবদান বেশি।  

নবম ওভারে এসে ২১ বলে ১৪ রান করা রাব্বিকে ফিরিয়ে এ জুটি ভাঙেন হ্যারি টেক্টর। এর ঠিক পরের বলে এলবডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব আল হাসানকে। চারে ব্যাট করতে নেমে সাকিব ফেরেন গোল্ডেন ডাক মেরে।  

সোহানের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে বাবর বিদায় নেন ফিফটির আগেই। ৩৭ বলে ৭ চারে সামিতের বলে এলবিডব্লিউ হয়ে ৪৭ রানে থামেন এই পাকিস্তানি। তার পরিবর্তে নেমে ১৪ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে চলে যান আজমতউল্লাহ ওমরজাই।  

এরপর গিয়ার বদলে আগ্রাসী ব্যাট চালাতে থাকেন সোহান। ১৯তম ওভারে রেজাউর রহমান রাজার বলে আউট হলেও ততক্ষণে দলকে এনে দেন লড়াই করার মতো সামর্থ্য। ৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৬ রানে আউট হন অধিনায়ক।  

সিলেটের হয়ে টেক্টর ও সামিত দুজনেরই শিকার দুটি করে উইকেট। এছাড়া একটি করে নেন রিচার্ড এনগারাভা, আরিফুল হক ও রাজা।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।