ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সোমবার বিসিবির বোর্ড মিটিং, আলোচনা হবে কী নিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
সোমবার বিসিবির বোর্ড মিটিং, আলোচনা হবে কী নিয়ে

অবশেষে বিসিবির বহুল কাঙ্ক্ষিত বৈঠক হতে যাচ্ছে। সোমবার দুপুর দুইটায় মিরপুরে ক্রিকেট বোর্ডের কার্যালয়ে পরিচালকদের সভা অনুষ্ঠিত হবে।

এখানে নানা বিষয় নিয়েই আলাপ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদনও জমা পড়ার কথা।  

বৈঠকে কী নিয়ে আলোচনা হবে এ নিয়ে একটি ধারণা দিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এর মধ্যে রয়েছে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের সর্বশেষ অবস্থা জানানো, নির্বাচক প্যানেল নিয়ে সিদ্ধান্ত ও অধিনায়কত্ব।

রোববার সুজন বলেন, ‘আমাদের মিটিংয়ে ফিন্যান্সিয়াল ব্যাপারগুলোর পাশাপাশি নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা হবে। এছাড়াও আমাদের স্টেডিয়ামের কাজ নিয়ে বোর্ডকে আপডেট জানানো হবে। স্টেডিয়াম সংশ্লিষ্ট কিছু বিষয় অনুমোদনের জন্য বোর্ডে পেশ করা হবে। ’

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়েও বোর্ড মিটিংয়ে আলোচনা হবে। জাতীয় দলের তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের ক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে?

সুজন বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় রাখা আছে। বোর্ডে আলোচনার পর যদি বলার মতো কিছু থাকে তখন আপনারা জানতে পারবেন। আমাদের সিলেক্টরদের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। এরপর তো মেয়াদ আরও বাড়ানো হয়েছিল। বোর্ডে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। ’

‘বাদ দেওয়ার বিষয় নিয়ে তো কেউ আলোচনা করেনি। বিষয়টা হচ্ছে এই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। যেহেতু মেয়াদ শেষ এটা তো স্বাভাবিক ব্যাপার যে পরবর্তী কমিটিতে কারা থাকবেন বিষয়টা বোর্ডের নীতিগত অনুমোদন দরকার। সেজন্য ব্যাপারটা এজেন্ডায় রাখা হয়েছে। ’

এখনও অবধি জাতীয় দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক সাকিব আল হাসান। তবে নেতৃত্বে অনাগ্রহের কথা আগে জানিয়েছিলেন তিনি। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটে অধিনায়কত্ব করেন নাজমুল হোসেন শান্ত। তার হাতেই কি থাকছে নেতৃত্ব?

সুজন বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় অন্তর্ভুক্ত রয়েছে। অধিনায়ক বলেন বা সহ-অধিনায়ক বলেন কিংবা নির্বাচক প্যানেল বলেন, তারা একটা নির্দিষ্ট মেয়াদে নিযুক্ত হয়। সেটা উত্তীর্ণ হলে যাদের দায়িত্ব দেওয়া হয় তারা যদি চালিয়ে যেতে চান তখনও বোর্ডের অনুমোদনের প্রয়োজন হয় আবার কাউকে পরিবর্তন করতে চাইলেও বোর্ডের অনুমোদন লাগে। তবে সেভাবেই আমাদের এজেন্ডায় রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।