ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কেন অধিনায়ক হননি, বোর্ডকে জিজ্ঞেস করতে বললেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
কেন অধিনায়ক হননি, বোর্ডকে জিজ্ঞেস করতে বললেন লিটন

চট্টগ্রাম থেকে: একসময় লিটন দাসই ছিলেন সবচেয়ে এগিয়ে। কিন্তু হুট করেই নেতৃত্বের দৌড় থেকে ছিটকে গেছেন তিনি।

গত বিশ্বকাপের ঠিক আগে থেকে অধিনায়কত্বের কাছাকাছি আসেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে বিশ্বকাপে ও পরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন তিনি।  

তার নেতৃত্বে দলও সাফল্য পায়। এখন শান্তকেই আগামী এক বছরের জন্য অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাকে কি অভিনন্দন জানিয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘নাহ, কোনো কথা হয়নি। ’

ভারতের বিপক্ষে নেতৃত্ব দিয়ে লিটন সিরিজ জিতিয়েছিলেন। তখন লিটনকেই ভাবা হচ্ছিল ভবিষ্যৎ অধিনায়ক। হুট করে তার নেতৃত্বের দৌড় থেকে ছিটকে পড়া নিয়ে লিটন বলেন, ‘এটা আমি জানি না। এটা ভালো হয় আপনি যদি বোর্ডের কাউকে প্রশ্ন করেন। ’

বোর্ডের পছন্দ এখন নাজমুল হোসেন শান্ত। লিটন কি চান নেতৃত্বে আসতে? এ নিয়ে জানতে চাইলে এই ওপেনার বলেন, ‘দেখেন ভাইয়া এটা অতীত হয়ে গেছে এখন। এখন আমি বিপিএল নিয়ে আছি, বিপিএল নিয়েই থাকি। যেহেতু ইতোমধ্যে ঘোষণা করে দিয়েছে। এখানে তো বলার কিছু নাই। ’

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।