ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘হয়তো আপনি আমাকে পছন্দ করেন না, নয়তো খেলা বোঝেন না’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
‘হয়তো আপনি আমাকে পছন্দ করেন না, নয়তো খেলা বোঝেন না’

রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের পুরোনো ঠিকানা। গত আসরে ফ্র্যাঞ্চাইজিটিকে প্লে অফে তুলেছিলেন।

এবারও তার নেতৃত্বে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। ব্যাট হাতেও বেশ কিছু কার্যকরী ইনিংস ছিল তার। রংপুরকে প্লে অফে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।  

অথচ তাকেই কি না এক সাংবাদিকের প্রশ্ন, পাঁচ ম্যাচ ধরে অফ ফর্মে থাকার। এর মধ্যে দুটি ইনিংসে ২১ বলে ৩১* ও ১৩ বলে ৩২* রান করেন। দুটি ম্যাচেই জয় পায় তার দল। সাংবাদিকের প্রশ্নে তাই কিছুটা বিরক্তই হয়েছেন সোহান।  

তিনি বলেন, ‘অফ ফর্ম বলতে… ব্যাটে রান হচ্ছে না বলতে কী ১২ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই রান করব ভাইয়া? পাঁচটা ম্যাচে যে অবদান রাখছি দেখছেন? হয়ত আপনি আমাকে পছন্দ করেন না, না হলে খেলা বোঝেন না। খেলা বুঝলে… আমি যে জায়গায় খেলছি ওইটার পরিসংখ্যান দেখবেন, কোন পজিশনে ব্যাটিং করেছি, কত রান করেছি- সেগুলো দেখে তারপর প্রশ্ন করা উচিত। ’

এবারের বিপিএলের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে রংপুর রাইডার্স। ১২ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে লিগ পর্ব শেষ করেছে তারা। সোমবার প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর। এ ম্যাচেও ভালো কিছুর আশা দলটির অধিনায়ক সোহানের।

তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টে ভালো খেলেছি। কিন্তু আমার কাছে মনে হয় কোয়ালিফায়ারের ওই নির্দিষ্ট দিনে কতটুকু ইনপুট দিতে পারছি সেটির ওপর অনেক কিছু নির্ভর করছে। অবশ্যই কুমিল্লা ভালো দল কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ’

‘ক্রিকেট সবসময় দলীয় খেলা, নির্দিষ্ট কোনো কিছু নির্ভরশীলতার কিছু নেই। আমরা দল হিসেবে ভালো করছি। দলের সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে ভালো খেলার। আমরা ওইটাই কোয়ালিফায়ারে চেষ্টা করবো যাতে আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিতে পারি। ’

বাংলাদেশ সময় : ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।