ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট খেলায় চাপ থাকবেই: বরিশালের বিপক্ষে ম্যাচ নিয়ে রংপুর কোচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
ক্রিকেট খেলায় চাপ থাকবেই: বরিশালের বিপক্ষে ম্যাচ নিয়ে রংপুর কোচ

রংপুর রাইডার্সের অনুশীলনে ঢিলেঢালা ভাব। একাদশে ছিলেন না এমন ক্রিকেটারদের আধিক্য।

এর মধ্যে হেড কোচ সোহেল ইসলামের ব্যস্ততা সাক্ষাৎকার দেওয়ায়। পরে এসে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গেও।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগেরদিন প্রথম কোয়ালিফায়ারে হেরে গেছে রংপুর। পরদিন ক্রিকেটাররা সময় কাটিয়েছেন নিজেদের মতো করে। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ প্রথম এলিমেনটর জিতে আসা ফরচুন বরিশাল। এই ম্যাচ ঘিরে কেমন চাপে রংপুর?

সোহেল এ নিয়ে বলেন, ‘ক্রিকেট খেলায় চাপ থাকবে না এটা তো হইতেই পারে না। বিপিএলে প্লে অফের ম্যাচ চলছে। চাপ থাকবে এটা ওভারকাম করেই খেলতে হবে। গতকালের ম্যাচে যেটা হয়েছে যে ভালো স্কোর ছিল আমাদের। বোলিংয়ে কিছু জায়গায় আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পারি নাই। গতকালের ম্যাচ নিয়ে আমরা আর চিন্তা করছি না সামনে যা আছে এটা নিয়েই চিন্তা করছি। ’

‘কীভাবে আমরা শেষ ম্যাচ থেকে তো কিছু জায়গা শিখেছি কোথায় আমাদের উন্নতি করতে হবে। আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাই। কালকের ম্যাচের পর তো আর কোনো অপশনও নাই। কালকের খেলা নিয়ে কীভাবে করলে কোন স্ট্র্যাটেজি ফলো করলে কীভাবে আসলে করা যেতে পারে এগুলা নিয়ে আলোচনা করছি। কালকের ম্যাচের পর আমাদের ছেলেরা একটু ডাউন ছিল। আজকে রিকভার করছি। এগুলো কথা বলে ছেলেদের মধ্যে আবার স্পিরিট দেখতে পাচ্ছি। কালকে যেন আমরা পূর্ণ শক্তি নিয়ে ফেরত আসতে পারি। ’

রংপুর রাইডার্সে এখন তারকাদের মেলা। ইমরান তাহির, ডোয়াইন প্রিটারিয়োসের মতো ক্রিকেটাররাও বসে থাকছেন বেঞ্চে। শামীম পাটোয়ারীকে নামাতে হয়েছে ওপেনিংয়ে। বেশি ক্রিকেটার থাকায় কি কম্বিনেশন ঠিক করতে সমস্যায় পড়তে হচ্ছে রংপুরের?

সোহেল বলেন, ‘না না। এটা কেন হবে? বেশি খেলোয়াড় থাকলে তো আরও বেশি সুযোগ থাকবে। আমি দলের কম্বিনেশন আরও বিভিন্নভাবে করতে পারব। তো আমি অইভাবে দেখি না। যারা এখানে খেলতে আসছে বিদেশি ৪ জনের বেশি তো খেলাতে পারব না। যারা আসছে তারাও জানে। আমি আসলে প্রতিপক্ষ দেখে যে কম্বিনেশন খেলানো দরকার মনে হয় আমরা সেটাই করি। ’

‘বিপিএলে ম্যান ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু। যারা খেলছে যারা খেলছে না এখানে অনেক বড় প্লেয়ার আছে। তাদের মধ্যে যোগাযোগ রাখা দেখা এটা প্রধান কোচের কাজ। তুমি কেন খেলছো না সে কেন খেলছো এখানে সবাই পেশাদার এটা সবাই বুঝে। ক্ষতি হয় না আসলে। ’

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।