ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক

সিলেট থেকে: ভোর রাতে সিলেটে ছিল বৃষ্টি। সকাল হতেই দেখা মিললো সূর্যের।

অনিশ্চয়তা কাটিয়ে ঠিক সময়েই হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের টস।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টেস্টের প্রথম দিন ঠিক সময়ে টস হলেও বৃষ্টির শঙ্কা রয়ে গেছে পরেও। মূলত ভেজা উইকেটের সুবিধা কাজে লাগানোর আশায় বোলিং নেওয়ার কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  

এদিকে এই ম্যাচে অভিষেক হচ্ছে তরুণ পেসার নাহিদ রানার। গতির জন্য আলোচনায় থাকা এই পেসার স্কোয়াডেও সুযোগ পেয়েছিলেন প্রথমবার। তার সঙ্গে বাকি দুই পেসার খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। অপেক্ষা বেড়েছে মুশফিক হাসানের।  

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।