শেষ দিনে একদমই পাল্টে গেল রাওয়ালপিন্ডি টেস্টের চিত্র। ম্যাড়মেড়ে ড্রয়ের বদলে বরং ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়কের জন্য আজ দিনটি এমনিতেই বিশেষ কিছু। কেননা এই দিনেই পৃথিবীতে আগমন ঘটেছে তার। বাংলাদেশের জয় হয়তো তার জন্মদিনের সেরা উপহারই এনে দিয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয়টা আমরা তাদেরকেই উৎসর্গ করছি। ’
'খুবই স্পেশাল এক জয়। গত রাতে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলি। সে বলেছে, আমরা যদি জিতি তাহলে সেটা খুবই ভালো হবে এবং সৌভাগ্যবশত আমরা আজ জিতেছি। এই জয় খুবই বিশাল অর্থ বহন করে আমাদের জন্য, কারণ আমরা এখানে আগে কখনো জিততে পারিনি। কিন্তু সিরিজ শুরুর আগে আমাদের বিশ্বাস ছিল এবং আমরা সত্যিই ভালো করেছি। বিশেষ করে শেষ ১০-১৫ দিন কঠোর পরিশ্রম করেছি। '
বোলিং অ্যাটাক ও দুই ওপেনারকে নিয়ে শান্ত বলেন, 'সব বোলারদের কৃতিত্ব দেওয়া দরকার, নাহিদ সত্যিই ভালো বল করেছে, সাকিবও ভালো ছিলেন। একজন ওপেনারের জন্য লম্বা সময় পর খেলাটা কঠিন। কিন্তু সাদমান ও জাকির যেভাবে ব্যাট করেছে, তা সত্যিই আমাদের দলকে সাহায্য করেছে। আশা করি, তারা তাদের ফর্ম ধরে রাখবে। '
৩৭ বছর বয়সে মুশফিক বেশ সাবলীলভাবেই খেলে যাচ্ছেন। ফর্ম খুব একটা পড়তি দিকে হাঁটছে না। আজ ঐতিহাসিক জয়ের সবচেয়ে বড় নেপথ্যে তো তার ১৯১ রানের অসাধারণ ইনিংসটিই। তাকে নিয়ে শান্ত বলেন, 'গত ১৫-১৭ বছর ধরে মুশফিক খুবই ভালো করছেন এবং তিনি ক্লান্ত হচ্ছেন না, একই একাগ্রতা নিয়ে খেলে যাচ্ছেন। এই গরম আবহাওয়ায় সত্যিই ভালো খেলেছেন তিনি। আমি শুধু তাকে নয়, দলের ১৫ সদস্যের সবাইকেই কৃতিত্ব দিচ্ছি। '
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এএইচএস