ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমি জানি সাকিব কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না: মুশফিক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
আমি জানি সাকিব কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না: মুশফিক

এক গার্মেন্টস কর্মীকে হত্যার নির্দেশদাতা হিসেবে মামলা হয়েছে সাকিব আল হাসানের নামে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিতে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশও।

তবে হত্যা মামলা মাথায় নিয়েও তিনি খেলে যাচ্ছেন পাকিস্তান সিরিজে। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পেছনে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। গড়েছেন বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও।  

কিন্তু সাকিবের মাঠের সাফল্য ছাপিয়ে যাচ্ছে মামলা-ইস্যু। দেশের ক্রিকেটপ্রেমীরা এই ইস্যুতে দুই ভাগে ভাগ হয়ে গেছেন। রাজনৈতিক পরিচয়ের কারণে নিয়মিতই সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। তবে তার বিরুদ্ধে হত্যা মামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করছেন অনেকে। কারণ ওই সময় কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে ব্যস্ত ছিলেন তিনি। এই দুঃসময়ে সাকিব পাশে পাচ্ছেন দীর্ঘদিনের সতীর্থদের। এরইমধ্যে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক, এনামুল হক বিজয়, সাবেক পেসার রুবেল হোসেনরা সাকিবের বিরুদ্ধে 'মিথ্যা মামলা'র প্রতিবাদ জানিয়েছেন।  

এবার সাকিবকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের নায়ক এই ডানহাতি ব্যাটার লিখেছেন, 'সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু। '

ম্যাচ শেষ হওয়ার পরপরই ফেসবুকে দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক জানান, সাকিবকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে। বাঁহাতি এই ব্যাটার লিখেন, 'প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!'

'গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিলো, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই। '

এনামুল হক বিজয় লিখেছেন, ‘সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক। ’

রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অভাগা একজন রাজনীতিবিদ, যার ৬–৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সব ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।