ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের পাশে মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের পাশে মিরাজ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমবারের মতো তাদের টেস্ট হারানোর সঙ্গে সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।

এই সিরিজে ব্যাট ও বল হাতে উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার হাতেই উঠেছে সিরিজ সেরার পুরস্কার।  

এই পুরস্কার পাওয়ার পরই মিরাজ জানিয়েছিলেন, এর পুরো অর্থই তিনি দেবেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এক পরিবারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পরিবারের এক শিশুর ভিডিও তার হৃদয় ছুয়ে গেলে এমন সিদ্ধান্ত নেন মিরাজ। নিজের ওই কথা রেখেছেন তিনি।  

বৃহস্পতিবার নিজের ফেসবুকে মিরাজ লিখেছেন, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিলো। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কন্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। ’

‘সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের 'ম্যান অব দ্যা সিরিজ' এর পুরষ্কারের অর্থ তুলে দেব তাদের হাতে। ’

ওই স্ট্যাটাসের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন মিরাজ। তিনি আরও লিখেছেন, ‘অবশেষে পূরণ হলো সে লক্ষ্য। গতকাল আমার বাবা ও মায়ের হাত দিয়ে এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি আরিয়ান, আরমান ও আমেনার মায়ের হাতে। জানি, হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার স্বার্থকতা। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।