ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শান্তর ক্যাচ মিস, রানের পাহাড় বড়ই হচ্ছে ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
শান্তর ক্যাচ মিস, রানের পাহাড় বড়ই হচ্ছে ভারতের

যেন আর কিছুই করার নেই বাংলাদেশের। শরিরী ভাষায়ও নেই ক্ষুদা।

তামিম ইকবাল তো ধারাভাষ্য কক্ষে বসে বললেন, একমাত্র বল আকাশে তুলে দিলেই মিলতে পারে উইকেট। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যাচ ছাড়ায় হতাশা বেড়েছে, বাড়ছে ভারতের রানের পাহাড়ও।  

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। পরে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৩ উইকেটে ২০৫ রান করেছে ভারত।  

বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে থেকে শুরু করে ভারত। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে তাদের লিড। তাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল ও ঋষভ পান্ত।

৩৩ রানে অপরাজিত থাকা গিল তৃতীয় দিন সকালে হাফ সেঞ্চুরি তুলে নেন। একই মাইলফল ছুঁয়েছেন পান্তও। ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা এই উইকেটরক্ষকের প্রথম হাফ সেঞ্চুরি এটি।

গিলের সঙ্গে পান্তের জুটিটি একশ ছাড়িয়ে যায়। একটু পর চারশ হয়ে যায় ভারতের লিড। এরপরই ক্যাচ ছেড়ে দেন শান্ত। ৪৯তম ওভারে সাকিবের বলে মিডউইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন পান্ত। কিন্তু আকাশে উঠা বল সময় পেয়েও ধরতে পারেননি শান্ত।  

মারমুখী আছেন পান্ত ও গিল দুজনেই। ২৮ ওভারে ১২৪ রান করেছে ভারত। ১৩৮ বলে ৮৬ রানে অপরাজিত আছেন গিল, ১০৮ বলে ৮২ রানে অপরাজিত আছেন পান্ত।  

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।