ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে চমক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে চমক

টেস্ট সিরিজ এখনো শেষ হয়নি। তার আগেই অবশ্য টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত।

যেখানে চমক হিসেবে রাখা হয়েছে মায়াঙ্ক যাদব। আইপিএলের গত আসরে গতির ঝড় তোলা এই পেসার প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে।

১৫ সদস্যের দলে নেই যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, শুভমান গিল, মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল। বিশ্রামে রাখা হয়েছে তাদের। যার ফলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজে না থাকা অনেকেই রয়েছে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে।
তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের শুরুটা হবে ৬ অক্টোবর গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচের পর হায়দরাবাদে ১২ অক্টোবর সিরিজ শেষ হবে

ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, হারশিত রানা ও মায়াঙ্ক যাদব।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।