বাংলাদেশের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দুই ম্যাচ মিলিয়ে এক সেঞ্চুরিসহ ১১৪ রানের পাশাপাশি ১১ উইকেট শিকার করায় অবধারিতভাবে সিরিজসেরা পুরস্কার উঠেছে তার হাতেই।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সিরিজসেরার পুরস্কার পাওয়ার রেকর্ডে এতোদিন এককভাবে শীর্ষে ছিলেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ৬১ সিরিজ খেলা এই স্পিনার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ১১ বার। এবার নিজের ৪২তম সিরিজে এসে তাকে ছুঁয়ে ফেললেন অশ্বিন। যার জন্য মুরালির থেকেও কম সিরিজ খেলতে হয়েছে তাকে।
কানপুরে টেস্ট দিয়ে আরও অনেক কীর্তিতেই নাম লিখিয়েছেন অশ্বিন। বাংলাদেশ-ভারত টেস্ট লড়াইয়ে এখন সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ৮ টেস্টে ৩৪ উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন সাবেক পেসার জহির খানকে (৩১)।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি আসরের প্রতিটিতেই অন্তত ৫০ উইকেট নেওয়া প্রথম বোলার অশ্বিন। এছাড়া চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় অজি পেসার। জশ হ্যাজেলউডকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন তিনি। ১০ ম্যাচে ৫৩ উইকেট নিয়েছেন ৩৮ বছর বয়সী এই স্পিনার। ১১ ম্যাচে ৫১ উইকেট নিয়ে দুইয়ে আছেন হ্যাজেলউড।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
এএইচএস