ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

লুইস-ঝড়ে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
লুইস-ঝড়ে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ সংগৃহীত ছবি

তিন বছর পর জাতীয় দলে ফিরে গত সপ্তাহেই শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন এভিন লুইস। ক্যারিবীয় এই ব্যাটার এবার ঝড় তুললেন ইংল্যান্ডের বিপক্ষেও।

আর তাতে ভর করে দাপুটে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংলিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। আগের ব্যাট করে ২০৯ রান তোলে ইংলিশরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উইন্ডিজের সামনে সেই লক্ষ্য নেমে ১৫৭ রানে। সেই লক্ষ্য ৫৫ বল হাতে রেখে পৌঁছে যায় তারা।  

রান তাড়ায় নেমে সাবধানী শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে চতুর্থ ওভারে জন টার্নারকে ছক্কা মেরে চিত্রটা বদলে দেন লুইস। একে একে সব ইংলিশ বোলারদের ওপর ঝড় বইয়ে দেন তিনি। ৪৬ বলে ফিফটি তুলে নেওয়া লুইস পরে আরও বেশি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন।  

১৫ ওভারে বিনা উইকেটে ৮১ রান তুলে ফেলে উইন্ডিজ। এরপর নামে বৃষ্টি। তাতে ৩৫ ওভারে ১৫৭ রানের লক্ষ্য নেমে আসে। খেলা শুরু হলে ব্যক্তিগত ৩০ রানে বিদায় নেন কিং। তবে লুইস ঝড়ে ততক্ষণে ১১৮ রান উঠে গেছে স্কোরবোর্ডে।  
তাণ্ডব চালিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন লুইস। কিন্তু ৬ রান দূরে থামেন তিনি। শেষ পর্যন্ত ৬৯ বলে ৯৪ রান আসে তার ব্যাট থেকে। যে ইনিংসটি ৮টি ছক্কায় সাজানো।

এর আগে গুড়াকেশ মোতি, ম্যাথিউ ফোর্ড, জেডেন সিলস ও আলজারি জোসেফরা মিলে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন। সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে। এছাড়া জেকব বেথেল করেন ২৭ রান। বল হাতে মোতি ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন। আর ফোর্ড, সিলস ো জোসেফরা নেন ২টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।