ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘২০৪’ ক্যাচ নিয়ে থামলেন ফরহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
‘২০৪’ ক্যাচ নিয়ে থামলেন ফরহাদ

কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ ফরহাদ হোসেন। জাতীয় লিগে রাজশাহীর হয়ে খেলতে নেমে আজ ১৯ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালেন তিনি।

 

স্লিপ ফিল্ডার হিসেবে বেশ নামডাক কুড়িয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের। ক্যারিয়ার শেষ করেছেন ২০৪টি ক্যাচ নিয়ে। দেশের মাটিতে অনুষ্ঠিত প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ফরহাদের চেয়ে বেশি ক্যাচ নিতে পারেননি আর কেউ। ১৩৭টি ক্যাচ নিয়ে তালিকার দুইয়ে আছেন জুনায়েদ সিদ্দিকী।  এছাড়া তিনে অলক কাপালি (১৩১), চারে শামসুর রহমান শুভ (১২৩) ও পাঁচে রয়েছেন শুভাগত হোম (১২১)।

প্রথম শ্রেণির ক্রিকেটে ফরহাদের অভিষেক হয় ২০০৫ সালে। ২০০৮-০৯ থেকে ২০১১-১২ পর্যন্ত টান চার আসরে জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয় রাজশাহী। সেখানে অনবদ্য ভূমিকা রাখেন ফরহাদ। ব্যাট হাতে ৪৬.৯৩ গড়ে পাঁচটি সেঞ্চুরিসহ ২ হাজার ২০৬ রান করেন তিনি।  

২০১২ সালে ভারতে অনুষ্ঠিত একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলে ডাক পান ফরহাদ। কিন্তু হাসেনি তার ব্যাট। এরপর আর জাতীয় দলের আশেপাশে দেখা যায়নি তাকে।

১৯ বছরের ক্যারিয়ারে ১৬১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ফরহাদ। ৩৬ ছুঁইছুঁই গড়ে ১৮ সেঞ্চুরি ও ৪৬ ফিফটিসহ ৯ হাজার ৬৫ রান করেন তিনি। এছাড়া ডানহাতি অফস্পিনে তার শিকার ১৬৫ উইকেট।  

ঘরের মাঠে আজ রংপুরের কাছে ১০১ রানে হেরেছে রাজশাহী। ফরহাদ অবশ্য ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। ‘গার্ড অব অনার’ পেয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ৯ রান করেন এই ডানহাতি। ম্যাচশেষে তাকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্বাচক হান্নান সরকার স্মারক ক্রেস্ট তুলে দেন ফরহাদকে। ফরহাদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দল ও রাজশাহীর সাবেক অধিনায়ক খালেদ মাসুদও। রাজশাহী বিভাগ দলের পক্ষ থেকে ফরহাদকে সতীর্থদের তাঁর স্বাক্ষরিত জার্সি উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।