ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রশংসায় ভাসালেন তারেক রহমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রশংসায় ভাসালেন তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান/সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছে টাইগাররা।

এবার তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বাংলাদেশ দলের বিজয়োৎসবের ছবি দিয়ে তারেক রহমান লিখেছেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন। এই অসামান্য অর্জন মাঠে আপনাদের অটুট নিবেদন, ব্যতিক্রমী টিম ওয়ার্ক এবং অসাধারণ দক্ষতার প্রমাণ। এমন জয় শুধু আপনাদের অনন্য প্রতিভার স্বাক্ষর বহন করছে তা নয়, বরং ক্রিকেট নিয়ে দেশের কোটি মানুষের আবেগকে আরও শক্তিশালী করছে। ক্রিকেটের দামাল খেলোয়াড়রা তাদের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশকে উচ্চ আসনে অধিষ্ঠিত করবে। আপনাদের বিজয় পুরো জাতি একত্রে উদযাপন করছে। '

আজ শুক্রবার সকালে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করে সফরকারীরা। ওই রান তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। আর তাতে তিন ম্যাচের সিরিজে সবগুলোতেই জিতলো বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে তারা। তাও আবার ক্যারিবীয়দের নিজেদের মাটিতেই!

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।