ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন এমন জিনিস, কপালেও থাকতে হয়: তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
চ্যাম্পিয়ন এমন জিনিস, কপালেও থাকতে হয়: তামিম তামিম ইকবাল/সংগৃহীত ছবি

এক সময় ক্রিকেটের ব্যস্ততাতেই জীবন কেটেছে তামিম ইকবালের। প্রতিনিয়ত অনুশীলন, ম্যাচে খেলতে ভ্রমণ, মাঠে নামা।

এখন তিনি এসব থেকে অনেকটাই দূরে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, এমন আশাও দেখাননি।  

বছরে এক-দুবার তামিম নামেন ঘরোয়া ক্রিকেটে। এই বদলে যাওয়া জীবনে কি নিয়মিত ক্রিকেটের জন্য ছুটে চলা মিস করেন? প্রশ্নের উত্তরে তামিমের জবাব, ‘না, আমি খুশি যেভাবে আছি। ’ 

তাকে নিয়ে খুশি ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিও। গত আসরে বিপিএলে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। এবারও অধিনায়ক হিসেবে তাকেই রেখেছে দলটি। বেশ শক্তিশালী স্কোয়াডও সাজিয়েছে বরিশাল। দলকে চ্যাম্পিয়ন করতে ইচ্ছে থাকলেও তামিম তাকিয়ে আছেন ভাগ্যের দিকেও।

তিনি বলেন, ‘গতবার অবশ্যই একটু বেশি চাপে ছিলাম। কারণ, আমরা সবসময় এক ম্যাচ দূরে ছিলাম বাদ পড়া থেকে। ওটার চাপটা অন্যরকম ছিল। আপনি দুনিয়ার সেরা দল বানাতে পারেন, কিন্তু আপনি চ্যাম্পিয়ন নাও হতে পারেন। চ্যাম্পিয়ন এমন একটা জিনিস, যেটা উপর থেকে আসে, কপালেও থাকতে হয়। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ওখানে পৌঁছানোর জন্য। আর আমি এখানে বসে কোনো পলিটিক্যালি রাইট উত্তর দেবো না, আমাদের শিরোপা জিততে হবে, এটাই। ’ 

ক্যারিয়ারের সায়াহ্নে তামিম পৌঁছে গেছেন অনেকটা নিশ্চিতভাবেই। সাত মাস পর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন। বড় মঞ্চে ফিরছেন বিপিএল দিয়ে। এবারের বিপিএল থেকে আসলে কী চাওয়া থাকবে তার? এমন প্রশ্ন ছিল তামিমের কাছে।

তিনি বলেন, ‘যখনই আপনি কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য খেলবেন, আপনার একটা দায়িত্ব থাকে। ওরা নিশ্চয়ই একটা পরিকল্পনা করেই নেয় যে, এই খেলোয়াড়টার কাছ থেকে আমি এটা আশা করতে পারি। কিছু সময় ওই খেলোয়াড়টা পূরণ করে, কিছু সময় করে না। এটাই ক্রিকেট। আমি নিশ্চিত আমাকে যখন ফরচুন বরিশাল দলে নেয়, তাদেরও একটা প্রত্যাশা ছিল, প্রথম মৌসুম অসাধারণ ছিল। ’ 

‘এই বছরটা আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অবশ্যই শিরোপা ধরে রাখার চেষ্টা করবো। আর ব্যক্তিগতভাবে আমি শুধু আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি একটা কথা বলতে পারি, আমি যদি সঠিক কাজটা করি এবং প্রস্তুতি ভালো হয়, সেটা ভালো। আপনি যেভাবে ভাবছেন টুর্নামেন্ট সেভাবে নাও যেতে পারে, আবার তার চেয়ে ভালোও যেতে পারে। ’

‘আশা করি ভালো শুরু হবে, যে কোনো ব্যাটারের মতোই চাইবো কাল যেন ভালো শুরু করতে পারি। আমার ক্যারিয়ারের এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমাদের দলও যদি দেখেন সবার জন্যই টিম অলওয়েজ কাম ফার্স্ট। আমরা কিভাবে দলের জন্য অবদান রাখতে পারি... এটা যদি আমার দিন হয় নিশ্চিত করতে হবে এটা কাজে লাগাবো, বাকিদের হলে বাকিরা করবে। ’

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কি না এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে না আমার সঙ্গে কোনো আলোচনা হয়েছে, না আমি কেউ আমার সঙ্গে আলোচনা করেছে। এই মুহুর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।