ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাকি দুদিনই ব্যাট করতে চায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪
বাকি দুদিনই ব্যাট করতে চায় বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: দিন শেষে লঙ্কানদের রাতের ঘুমটা ভালো হলেও হতে পারে। এদিকে দ্বিতীয় ইনিংসেই রানের পাহাড় মাথায় নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকবে মুশফিক বাহিনী।

মাহেলা জয়াবর্ধনের দ্বিশতকসহ কিথুরুয়ান ভিথানেজ ও কৌশল সিলভার শতকে ৭৩০ রান করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ ৪৯৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেই হারিয়েছে তামিম ইকবালকে। সব মিলিয়ে সামনের দুদিন নিয়ে দুঃস্বপ্ন দেখতে হচ্ছে মুশফিকদের। তবে সংবাদ সম্মেলনে এসে সোহাগ ‍গাজী কঠিন এক আশ্বাস দিলেন। বাকি দুদিনই ব্যাট হাতে লড়তে চায় বাংলাদেশ। মানে এখনও ম্যাচ বাঁচানোর বিশ্বাস আছে তাদের।

সংবাদ সম্মেলনে এসে সংবাদকর্মীদের মুখোমুখি হলেন এই স্পিনার। তৃতীয় দিনের একমাত্র উইকেট পাওয়া গাজীও উত্তর দিলেন সাধ্যমতো:

পুরনো বাংলাদেশকে পেয়ে কেমন লাগছে?

সোহাগ গাজী: পুরনো বাংলাদেশ বলতে কি, ক্রিকেট খেলাটাই এরকমই। দুইটা দিন আছে আমরা ভালো খেলার চেষ্টা করবো। আগামী দুই দিনই খেলার আশা করছি। ’

তামিম যে রঙ্গনা হেরাথকে উইকেট বিলিয়ে দিয়ে এল এটা কেমন অনুভূতি?

সোহাগ গাজী: তামিম ভাই অনেক বড় বড় ইনিংস খেলেছেন। অনেক বছর ধরে টেস্ট খেলছেন, অনেক অভিজ্ঞতা তার। হয়তো বা ভুল হয়ে গেছে।

আউট হওয়ার পর ড্রেসিং রুমে তামিমের কেমন অনুভূতি ছিল?

সোহাগ গাজী: যে কোনো সময় আউট হওয়ার পরই যে কোনো ব্যাটসম্যানেরই খারাপ লাগে। তারও নিশ্চয় খারাপ লেগেছে।

জয়বর্ধানের ব্যাটিংটা কেমন ছিলো। আমাদের ব্যাটসম্যানদের সেখান থেকে শেখার কিছু কী আছে?

সোহাগ গাজী: শেখরাতো অবশ্যই আছে। ও ভালো খেলেছে। সারাদিন ব্যাটিং করেছে, এক কি দুবার জীবনও পেয়েছে। আমাদের ব্যাটসম্যনাদের অবশ্যই ওর কাছ থেকে শেখার আছে।

আগামী দুই দিনের ব্যাটিং নিয়ে কিভাবে চিন্তা করছেন? আপনার লক্ষ্য কী হবে?

সোহাগ গাজী: আমরা চেষ্টা করবো। আমাদের লক্ষ্য থাকবে যতবেশি বল খেলে কম রান করে সময় পার করা যায়।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।